National

বর্ষাতি পরে কীভাবে স্নান করতে হয় তা ডক্টর সাহেবই জানেন : প্রধানমন্ত্রী

Published by
News Desk

তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন একের পর এক কেলেঙ্কারি সামনে এসেছে। কিন্তু একটারও দাগ তাঁর গায়ে লাগেনি! বর্ষাতি পরে কীভাবে স্নান করতে হয় তা কেবল ডক্টর সাহেবই জানেন! পূর্বসূরিকে নিশানা করে সংসদে দাঁড়িয়ে এই ভাষাতেই বেনজির আক্রমণের নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর নিশানা ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সংসদে দাঁড়িয়ে নিজের নাটকীয় বাচনভঙ্গিতেই একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনমোহন সিংকে নিয়ে প্রধানমন্ত্রী একথা বলার পর প্রবল হাসির রোল ওঠে বিজেপি সাংসদদের তরফে। পাল্টা রাজ্যসভায় প্রধানমন্ত্রীর এই বক্তব্যে চিৎকার করে প্রতিবাদ করে ওঠেন কংগ্রেস সাংসদরা। প্রতিবাদে সোচ্চার হয়ে রাজ্যসভা থেকে তখনই ওয়াকআউট করেন তাঁরা। প্রধানমন্ত্রীর ওই বক্তব্য নিয়ে ট্যুইট করে প্রতিবাদ জানান কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। ট্যুইটে রাহুল বলেন, সংসদে এহেন বক্তব্য পেশ করে প্রধানমন্ত্রী আসলে জাতি, সংসদ ও প্রধানমন্ত্রী পদের মর্যাদাহানি করেছেন। কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রবল বিরোধিতা করে বলা হয়, প্রধানমন্ত্রীর বক্তব্য পেশের ধরণ দেখে মনে হচ্ছে না তিনি সংসদে বক্তব্য রাখছেন। মনে হচ্ছে কোনও জনসভায় ভাষণ দিচ্ছেন। যদিও যাঁকে কেন্দ্র করে এত কাণ্ড সেই মনমোহন সিং এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। কংগ্রেস সাংসদরা জানিয়ে দিয়েছেন এই বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রী ক্ষমা না চাওয়া পর্যন্ত তাঁরা তাঁকে বয়কট করবেন। এদিকে বিজেপির তরফে পাল্টা দাবি করা হয়েছে, নোট বাতিলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও স্বৈরতান্ত্রিক, হিটলার বলে বারবার সম্বোধন করা হয়েছে।

 

Share
Published by
News Desk