Categories: National

সময় বাঁচাতে প্লেনে ঘুমোচ্ছেন মোদী

Published by
News Desk

সময় বাঁচাতে রাতের ঘুম প্লেনে সেরে নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ সফরে অধিকাংশ ক্ষেত্রেই সফর ছ’সাত ঘণ্টা বা তার বেশি হয়। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী প্লেনে যাওয়ার সময়টায় ঘুমিয়ে নিতে চাইছেন। তাতে বিদেশে পৌঁছে হোটেলে ঘুমের দরকারটা আর থাকছে না। অনেক কম সময় নষ্ট করে বিদেশ সফর সারতে পারছেন তিনি। সম্প্রতি বেলজিয়াম, আমেরিকা ও স‌ৌদি আরব সফরে এ দেশ থেকে ওদেশ যাওয়ার ফাঁকে চার রাত তিনি প্লেনেই ঘুমিয়েছেন। ফলে ওই দেশগুলিতে পৌঁছে ঘুমের জন্য তাঁকে সময় নষ্ট করতে হয়নি। ছ’দিনের এই সফরে এক রাত্রি আমেরিকা ও এক রাত্রি রিয়াধের হোটেলে  রাত কাটাতে হয়েছে তাঁকে। আগামী সফরগুলিতেও সময় বাঁচাতে এয়ার ইন্ডিয়া ওয়ানে ওড়ার সময় ঘুমিয়ে নিতে চাইছেন মোদী।

Share
Published by
News Desk

Recent Posts