National

ডিজি ধনে ‘ভীম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Published by
News Desk

‘ভীম’ অ্যাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ডিজি ধন মেলায় দিল্লির তালকোটরা স্টেডিয়ামে এই অ্যাপের উদ্বোধন করে প্রধানমন্ত্রী ফের একবার দেশকে ডিজিটাল লেনদেনের দিকে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

পাশাপাশি তিনি জানান, বাবাসাহেব আম্বেদকরের নামাঙ্কিত ভীম অ্যাপের সাহায্যে লেনদেন করলে পুরস্কারের দাবিদার হবেন আমজনতা। কেমন সেই পুরস্কার?

৫০ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত লেনদেন এই অ্যাপের সাহায্যে করলে পুরস্কার পেতে পারেন দেশের আমজনতা। তাছাড়া আগামী ১৪ এপ্রিল আম্বেদকরের জন্মদিনে হবে মেগা ড্র। সেই ড্রয়ে যাঁদের নাম উঠবে তাঁদের জন্য থাকছে কোটি টাকা থেকে শুরু করে নানা মূল্যের পুরস্কার।

এদিকে নোট বাতিলের বিরুদ্ধে আওয়াজ তোলা বিরোধীদের এদিন ফের একহাত নিয়েছেন মোদী। যাঁরা নোট বাতিলের বিরুদ্ধে চেঁচাচ্ছেন তাঁরা হতাশা থেকে এসব করছেন। সকালে ঘুম থেকে ওঠা থেকেই এঁরা চরম হতাশার শিকার হন। টিপ্পনীর সুরে প্রধানমন্ত্রী বলেন এই হতাশার ওষুধ এখনও বাজারে আসেনি।

Share
Published by
News Desk