National

চাণক্যের কথা শুনিয়ে দলীয় সাংসদের বাড়ি ফেরালেন প্রধানমন্ত্রী

Published by
News Desk

চাণক্য বলেছেন ১০ বছরে দুর্নীতি দ্বারা তৈরি হওয়া ধন, একাদশ বর্ষে মূল সমেত নষ্ট হয়ে যায়। সেটাই হয়েছে। ১০ বছর ধরে এনডিএ শাসনে যে দুর্নীতি তৈরি হয়েছিল তা এখন সাফ হয়ে যাচ্ছে। এদিন দলীয় সাংসদের নিয়ে বৈঠকে এমনই দাবি করলেন মোদী। মস্করার সুরে প্রধানমন্ত্রী বলেন, ভেবে দেখুন এখন যেটা হচ্ছে সেই কবে চাণক্যের তা জানা ছিল! সভায় হাসির রোল ওঠে। পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, আজকাল টিভিতে রিক্সাচালকদের জিজ্ঞাসা করা হচ্ছে আপনার মোবাইল আছে? আপনি নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং পারেন? প্রধানমন্ত্রী মেনে নেওয়ার সুরেই জানান একথা ঠিক ‌যে একজন রিক্সাচালক নেট ব্যাঙ্কিং জানবেন না। বিস্তারিতভাবে বুঝিয়ে দেন, ধরে নেওয়া ‌যাক এ দেশের ৪০ শতাংশ মানুষ নিরক্ষর। তাঁরা নেট ডিজিটাল ইকোনমির সঙ্গে পরিচিত নন। কিন্তু এঁরা তো দুর্নীতিও করেন না। ‌যে রিক্সাচালকরা সারাদিন খেটে রোজগার করেন, তাঁরা দুর্নীতি করে কালোধন বানান না। মোদী পরিস্কার বলেন, তাঁর লক্ষ সেইসব লোকজন ‌যাঁরা সব জানেন এবং দুর্নীতির মাধ্যমে কালো টাকা বানাচ্ছেন। ডিজিটাল ইকোনমির প্রসার এঁদের দুর্নীতির রাস্তা বন্ধ করে দেবে। প্রসঙ্গত গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী অরুণ জেটলি মেনে নেন ভারতে সম্পূর্ণ ক্যাশলেস ইকোনমি চালু করা সম্ভব নয়। শুধু ভারত বলে নয় এটা কোনো দেশেই সম্ভব নয়। এদিন প্রকারান্তরে সেই রাস্তায় হাঁটার চেষ্টা করলেন খোদ প্রধানমন্ত্রীও।

 

Share
Published by
News Desk