National

তাঁর মাথায় আরও পরিকল্পনা আছে, বললেন মোদী

Published by
News Desk

দেশকে দুর্নীতিমুক্ত করতে তাঁর মাথায় আরও বেশ কিছু পরিকল্পনা আছে। এদিন গোয়ায় একটি গ্রিনফিল্ড বিমানবন্দরের উদ্বোধনে গিয়ে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালো টাকা জমিয়ে রাখা লোকজনকে বিপাকে ফেলে দেওয়া ছাড়া তিনি বেনামি সম্পত্তির বিরুদ্ধেও অপারেশন শুরু করবেন বলে জানিয়েছেন মোদী। মোদীর দাবি, গরীবদের কোনও সমস্যা তিনি হতে দেবেন না, কিন্তু কালোটাকার জোরে ধনবানদের তিনি রেয়াত করবেননা। তাঁর দাবি, কালো টাকার বিরুদ্ধে এভাবে পদক্ষেপ করে তিনি ইতিমধ্যেই বহু লোকের চক্ষুশূল হয়েছেন। তারা তাঁকে ছেড়ে কথা বলবে না। যদিও সেই অবস্থার মুখোমুখি হতে তিনি প্রস্তুত। কিন্তু যে কোনও মূল্যে তিনি দেশকে দুর্নীতিমুক্ত করে ছাড়বেন বলে এদিন আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।

নোট বাতিলের সমস্যা সম্পূর্ণ মুছে দিয়ে স্বাভাবিক অবস্থা ফেরাতে দেশবাসীর কাছে ৫০ দিন সময় চেয়ে নিয়েছেন মোদী। তাঁর দাবি, ৫০ দিনের মধ্যে দেশবাসী এই পদক্ষেপের সুফল বুঝতে পারবেন। আর তারপর যদি প্রমাণ হয় প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ ভুল ছিল তাহলে তিনি দেশবাসীর দেওয়া যে কোনও শাস্তি মাথা পেতে নেবেন। এদিন টাকা বাতিলের গোপন তোড়জোড়ের কথাও কিছুটা খুলে বলেছেন মোদী। তিনি বলেন, এই প্রক্রিয়া তিনি ১০ মাস আগে থেকে শুরু করেছিলেন। কিন্তু কাকপক্ষীকেও জানতে দেননি। তাঁর দাবি, একথা কোনওভাবে কালো টাকার কারবারিদের কানে গেলে তারা তখনই টাকা সরিয়ে ফেলত। তাই পুরো কাজটাই করতে হয়েছে অত্যন্ত গোপনে।

Share
Published by
News Desk

Recent Posts