Categories: National

৬৬-তে পা

Published by
News Desk

৬৬ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জন্মদিনটা গুজরাটেই কাটাবেন, এটা আগেই ঠিক ছিল। এদিন সকালে প্রথমেই মায়ের কাছে যান মোদী। মায়ের সঙ্গে তাঁর ছবিও ট্যুইট করেন তিনি। গুজরাটের গান্ধীনগরে মা হীরাবাইয়ের পা ছুঁয়ে আশীর্বাদের মধ্যে দিয়ে দিন শুরুর পরেই আসতে শুরু করে শুভেচ্ছা।

বিশ্বকর্মা পুজোর দিনে মেক ইন ইন্ডিয়ার জনককে ট্যুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানান দেশবাসী। দেশের বাইরে থেকেও নামে শুভেচ্ছা ঢল। এদিকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গুজরাটের অতুল বেকারি একটি সুবিশাল কেক তৈরি করেছে। ২০ জন সেফ মিলে ৮ ফুটের এই চকোবেরি ফ্লেভারের কেকটি নির্মিত হয়েছে।

(প্রধানমন্ত্রী ও তাঁর মায়ের ছবি – সৌজন্যে – ট্যুইটার – নরেন্দ্র মোদী)

Share
Published by
News Desk