Categories: National

ক্রমবিবর্তন নয়, দ্রুত রূপান্তরের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর

Published by
News Desk

ক্রমবিবর্তন নয়, ভারতের দ্রুত রূপান্তরের পক্ষপাতী তিনি। নীতি আয়োগের প্রথম বার্ষিক ভাষণে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, ভারতের বাইরে কর্মরত সফল ভারতীয়দের কাছ থেকে দেশের দ্রুত রূপান্তর নিয়ে পরামর্শ নেবেন তিনি। এজন্য দেশের মধ্যে ও বাইরে থাকা লোকজনের নাম সুপারিশ করার জন্য শ্রোতাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে হাজির ছিলেন সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী থারমন সনমুগারত্নম। ভারতের বর্তমান সম্ভাবনা সম্বন্ধে বলতে গিয়ে থারমন বলেন, ভারত এখন ভাল পিচে ব্যাট করছে। তা সত্ত্বেও বড় শট না খেলে এক-দু রানের পথে হাঁটছে। সংস্কারের গতিও বাড়ানোর পক্ষে সওয়াল করেন শ্রীলঙ্কার বংশোদ্ভূত এই রাজনীতিবিদ। থারমনের দাবি, ভারতের দ্রুত শিল্পায়ন ও বড় অঙ্কের লগ্নি আসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এখানকার জমি ও শ্রম আইন সমস্যা।

Share
Published by
News Desk

Recent Posts