জাপানের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া উপহার, ছবি - আইএএনএস
২ দিনের জাপান সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সংস্কৃতির একটা স্পষ্ট ছাপ তুলে ধরলেন। জাপানের প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীকে দেওয়া উপহারে সেই ছাপ স্পষ্ট। উপহারগুলিও অনন্য।
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা-র হাতে ভারতীয় শিল্পকীর্তিতে জাপানের রন্ধনসামগ্রির এক অপরূপ নিদর্শন তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাতে ছিল ১টি বড় বাটি। তার সঙ্গে ৪টি ছোট বাটি এবং রূপোর তৈরি চপস্টিক।
এই বাটিগুলি অন্ধ্রপ্রদেশের মুনস্টোন পাথর দিয়ে তৈরি। বড় বাটিটির নিচের অংশ আবার তৈরি মারকানা মার্বেল দিয়ে। মুনস্টোনের বাটিগুলি এক কথায় অসামান্য।
জাপানের প্রধানমন্ত্রীর স্ত্রীকেও উহার দিতে ভোলেননি নরেন্দ্র মোদী। উপহার হিসাবে তাঁর হাতে একটি হাতে বোনা পশমিনা শাল তুলে দেন তিনি। যা কাশ্মীরের শিল্পের ছোঁয়ায় অপরূপ।
পশমিনাটি তৈরি হয়েছে লাদাখের চাংথাংগি ছাগলের লোম থেকে। ফলে এই শাল যেমন হালকা, তেমন গরম। এর উপর আবার কাশ্মীরি শিল্পীদের শিল্প ফুটে উঠেছে বুননে। যা শালটিকে অসাধারণ করে তুলেছে।
রাস্ট, গোলাপি এবং লাল রংয়ের ছোঁয়ার এই শাল অপূর্ব। সেখানেই শেষ নয়, জাপানের প্রধানমন্ত্রীর স্ত্রীর হাতে একটি প্যাপিয়ার ম্যাচ বক্স উপহার হিসাবে তুলে দিয়েছেন মোদী।
যার ওপর পাখি ও ফুলের মোটিফ করা আছে। একটি অনন্য শিল্পকীর্তি। প্রতিটি উপহারেই ঝলক দিচ্ছে ভারতীয় সংস্কৃতির অনন্য ছোঁয়া। যা অবশ্যই দেশের জন্য গর্বেরও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা