National

সুদর্শন চক্র, কর ছাড়, কর্মসংস্থান, প্রধানমন্ত্রীর বক্তৃতায় আরও আত্মনির্ভর ভারত গড়ার ডাক

স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখেন সেদিকে সকলের নজর থাকে। লালকেল্লা থেকে রেকর্ড সময়ের বক্তব্যে ভারতবাসীকে আরও উজ্জ্বল ভারতের কথা বললেন তিনি।

৭৯ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের পর তাঁর বক্তৃতায় এদিন ভারতবাসীকে আগামী দিনে আরও উজ্জ্বল ও আত্মনির্ভর ভারতের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন তিনি ১০৩ মিনিটের বক্তব্য পেশ করেন। তিনি নিজেই নিজের স্বাধীনতা দিবসের বক্তব্য রাখা সময়ের রেকর্ড ভেঙে দিলেন এদিন। প্রধানমন্ত্রীর গলায় এদিনও ছিল দেশকে আত্মনির্ভর করে তোলার ডাক।

সাধারণ মানুষের ওপর জিএসটি-র চাপ কমানোর আশ্বাসও দেন তিনি। দিওয়ালীতে সেটাই হবে দেশবাসীকে উপহার। যা দেশের ছোট ও মাঝারি ব্যবসায়ী এবং সাধারণ মানুষের ওপর আর্থিক বোঝা কমাবে।


অপারেশন সিঁদুরকে সামনে রেখে এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে দেশের সুরক্ষা বন্দোবস্তকে আরও শক্তিশালী করে তোলার কথা। এদিন ভারতের সুরক্ষা ব্যবস্থাকে আরও বেশি আধুনিক ও শক্তিশালী করে তোলার লক্ষ্যে সুদর্শনচক্র নাম দিয়ে এগিয়ে চলার কথা বলেন প্রধানমন্ত্রী।

ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শনচক্রকে সামনে রেখেই এই প্রচেষ্টা। ২০৩৫ সালের মধ্যে ভারতের সুরক্ষা কবচকে একটা পর্যায়ে তুলে নিয়ে যাওয়াই এই সুদর্শনচক্রের লক্ষ্য। আত্মনির্ভরতাকে হাতিয়ার করে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের কথাও এদিন উঠে এসেছে প্রধানমন্ত্রীর বক্তব্যে।

আত্মনির্ভর, আত্মবিশ্বাসী ও আরও বেশি প্রযুক্তিনির্ভর আগামী ভারত গড়ে তোলার আহ্বানই এদিন বারবার ফুটে উঠেছে প্রধানমন্ত্রীর রেকর্ড সময়ের বক্তৃতায়। দেশের সাড়ে ৩ কোটি যুবক যুবতীর জন্য ১ লক্ষ কোটি টাকার কর্মসংস্থানের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *