National

৫ মাসে ১০০ কোটি, এক অসামান্য সাফল্যের কথা শোনালেন প্রধানমন্ত্রী

মাত্র ৫ মাসের মধ্যেই ১০০ কোটি। এ এক অসামান্য সাফল্য। যা আগামী দিনে জীবনের কথা বলবে। সে কথাই রেডিওতে সকলকে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Published by
News Desk

মাত্র ৫ মাসেই ১০০ কোটির লক্ষ্য ছুঁয়ে ফেলেছে তাঁর একটি আবেদন। সে সাফল্যের কথাই মাসের শেষ রবিবারে তাঁর রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন ছিল মন কি বাত-এর ১১৬ তম পর্ব। প্রতি মাসের শেষ রবিবার সম্পূর্ণ এক অরাজনৈতিক আলোচনা করেন প্রধানমন্ত্রী। রেডিও মারফত প্রধানমন্ত্রীর সেকথা সকলের কাছে পৌঁছে যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে ডাক দিয়েছিলেন এক পেড় মা কে নাম। এই প্রচার যে এত দ্রুত এতটা ভাল ফল করবে তা বোধহয় তিনিও ভাবতে পারেননি।

তাই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানালেন ৫ মাসে এই আবেদনে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ১০০ কোটির ওপর গাছ রোপণ করেছেন। এটা এক অসামান্য সাফল্য। যা দেশবাসীকে গর্বিত করবে।

যে কেউ একটি গাছ রোপণ করতে পারেন তাঁর মায়ের নামে। এটাই ছিল আবেদন। প্রধানমন্ত্রী বলেন, নিজের মায়ের নামে একটি গাছ রোপণ করে যে কেউ তাঁর মাকে চিরন্তন করে তুলতে পারেন।

প্রধানমন্ত্রী এদিন এই গাছ লাগানোর ক্ষেত্রে মাত্র ৫ মাসে ১০০ কোটি পার করার কথা জানিয়েও চড়াই নিয়ে চিন্তা ব্যক্ত করেন। চড়াই ক্রমশ হ্রাস পাচ্ছে দেশ থেকে। সেখানে চড়াইদের সংখ্যা বৃদ্ধিতে কাজ করা বিভিন্ন সংগঠনের কাজের কথাও তুলে ধরেন তিনি।

Share
Published by
News Desk