Categories: National

লালকেল্লায় দাঁড়িয়ে পাকিস্তানের কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী

Published by
News Desk

পাকিস্তানের পেশোয়ারে যখন সন্ত্রাসবাদীরা শিশুদের নির্বিচারে হত্যা করে তখন ভারতের চোখ জলে ভিজে যায়। কিন্তু উল্টোদিকে পাকিস্তান সন্ত্রাসবাদী কার্যকলাপের গুণগান করতেই ব্যস্ত। যখন ভারতে নিরীহ মানুষ জঙ্গিহানায় মারা যান তখন পাকিস্তানে সেই আনন্দে উৎসব হয়। এদিন লালকেল্লায় ৭০ তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে এভাবেই পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাক সরকারকে সন্ত্রাস অনুপ্রাণিত বলে ব্যাখ্যা করেন তিনি। এদিন লালকেল্লা থেকেই পাকিস্তানের প্রতি ভারতের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। যাকে ভারতের আগামী পাক নীতি বলেও মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা। সোমবার সকালে রাজঘাটে গান্ধীজীর স্মারকে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। তারপর সেখান থেকে যান লালকেল্লায়। প্রথা মেনে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের পর বক্তব্য রাখতে দিয়ে প্রধানমন্ত্রী পাকিস্তানের কড়া সমালোচনার পাশাপাশি দেশের স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল ইতিহাস তুলে ধরেন। সুশাসনেরও জোর দেন তিনি। তবে সুশাসন আনতে গেলে আগে কঠোর অনুশাসনের দরকার বলেও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। গত দুবছরে কেন্দ্রীয় সরকারের সাফল্যের খতিয়ানও তুলে ধরেন তিনি।

Share
Published by
News Desk