National

বাঁদরদের নামকরণ হয়, চাষ হয় শুধু তাদের জন্য, এক অন্য গ্রামের কথা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন কি বাত অনুষ্ঠানে অনেকের মন ভাল করে দিলেন এ দেশেরই এক কোণার গল্প বলে।

Published by
News Desk

প্রতিমাসের শেষ রবিবার মানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান। সেই মন কি বাত অনুষ্ঠানে রবিবার কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী অসমের একটি গ্রামের কথা তুলে ধরলেন। এমন গ্রাম হয়তো পৃথিবীতে খুঁজলে একটাই পাওয়া যাবে। যেখানকার বাসিন্দাদের পরিবারেরই একজন হয়ে থাকে হুলক গিবন বাঁদররা।

এই হুলক গিবন বাঁদর কিন্তু সব জায়গায় পাওয়া যায়না। অসমের তিনসুকিয়া জেলার বারেকুরি গ্রামের বাসিন্দাদের দিন কাটে হুলক গিবন বাঁদরদের সান্নিধ্যে। এই গ্রামকে এই হুলক বাঁদররা তাদেরই ঘর বলে মনে করে। স্থানীয়রা এদের হোলো বান্দর বলে ডাকেন।

বারেকুরি গ্রামের মানুষ যেদিন বুঝতে পারেন কলা খেতে হুলক গিবন বাঁদররা খুব পছন্দ করে, তখন তাঁরা গ্রামে কলা চাষ শুরু করে দেন। মানুষের খাবার জন্য নয়, বাঁদরদের খাওয়ানোর জন্য যত্ন করে কলার ফলনে মন দেন তাঁরা।

কারও বাড়িতে সন্তান জন্ম নিলে সেখানে অনুষ্ঠান হয়। এ গ্রামে মানুষের পাশাপাশি কোনও হুলক গিবন বাঁদর জন্ম নিলেও একই অনুষ্ঠানে মেতে ওঠেন গ্রামবাসীরা। হুলক গিবন বাঁদর আর মানুষ সেদিন একসঙ্গে আনন্দ করে।

এ গ্রামের মানুষ প্রতিটি হুলক গিবন বাঁদরকে আলাদা নামে ডাকেন। তাদের নামকরণ করেন গ্রামবাসীরা। বাঁদররাও এ গ্রামে বড় নিশ্চিন্ত বোধ করে। তারা মিশে থাকে মানুষের সঙ্গে।

একটি গ্রামের মানুষের সঙ্গে হুলক গিবন বাঁদরদের এই সহাবস্থানের কথা প্রধানমন্ত্রী তাঁর মন কি বাত অনুষ্ঠানে তুলে ধরেন। যা দেশবাসীর মন জয় করেছে।

Share
Published by
News Desk