National

স্বামী বিবেকানন্দের স্মৃতিধন্য পাথরে বসে ধ্যানে মগ্ন হবেন প্রধানমন্ত্রী

স্বামী বিবেকানন্দের স্মৃতিধন্য, তাঁর নামাঙ্কিত প্রস্তরখণ্ডে বসে এবার ধ্যানে মগ্ন হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯-এর পথেই হাঁটতে চলেছেন তিনি।

Published by
News Desk

২০১৯ সালে তিনি কেদারনাথে এক গুহায় ধ্যান মগ্ন হয়েছিলেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচার শেষে ফের আধ্যাত্ম্য জগতে কিছুটা সময় কাটাতে চান। ধ্যান করতে চান। এবার অবশ্য কেদারনাথে নয়, প্রধানমন্ত্রী যাবেন বিবেকানন্দ রক-এ।

কন্যাকুমারীতে পৌঁছে তিনি কিছুটা জল পার করে হাজির হবেন বিবেকানন্দ রক-এ। সমুদ্রের মাঝে জেগে থাকা এই ছোট পাথুরে অংশে স্বামী বিবেকানন্দ যে প্রস্তরখণ্ডে বসে ধ্যান করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই প্রস্তরখণ্ডে বসেই ধ্যানমগ্ন হবেন ৩ দিনের জন্য।

সাধারণ মানুষের বিশ্বাস গৌতম বুদ্ধের জীবনে সারনাথের যে গুরুত্ব, স্বামীজির জীবনে বিবেকানন্দ রক-এর সমান গুরুত্ব। এই পাথরের ওপর ৩ দিন ধ্যানমগ্ন থেকে স্বামীজি এক উন্নত ভারতের স্বপ্ন দেখেছিলেন।

সেই একই স্থানে একই পাথরের ওপর ৩ দিন ধ্যানমগ্ন থেকে প্রধানমন্ত্রী স্বামীজির সেই বিকশিত ভারতের স্বপ্নকেই জীবনে স্থান দিতে চান বলে মনে করা হচ্ছে। ১ জুন তিনি কন্যাকুমারী থেকে ফিরে আসবেন। তার আগে ৩ দিন বিবেকানন্দ রক-এ ধ্যান করে কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০১৯ সালে প্রধানমন্ত্রী উত্তরখাণ্ডে যে গুহায় ধ্যানমগ্ন হয়েছিলেন সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ৭০০ ফুট উঁচুতে ছিল। হিমালয়ের বুকে সেই গুহা প্রধানমন্ত্রী ধ্যান করার পর জনপ্রিয়ও হয়েছিল। বিবেকানন্দর রক-এ এবার ঠিক তেমনভাবেই ধ্যানমগ্ন হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts