এলপিজি সিলিন্ডার, ফাইল ছবি
ভোটের মুখে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাল। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিনটিকে সামনে রেখে কার্যত দেশের অগণিত নারীকে এই বিশেষ দিনটিতে প্রধানমন্ত্রী উপহার দিলেন এই স্বস্তি।
এদিন প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লেখেন, তাঁর সরকার আন্তর্জাতিক নারী দিবসের দিন এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
যা দেশের লক্ষ লক্ষ মানুষের সাংসারিক খরচের ভার কমাবে। বিশেষত সুবিধা করবে দেশের নারী শক্তির। নারী শক্তির বিকাশ ও তাঁদের জীবনকে সহজ করতে এই গ্যাস সিলিন্ডারের দাম কমানো সহায়ক ভূমিকা নেবে বলেও লেখেন প্রধানমন্ত্রী। অবশ্যই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত সরাসরি সাধারণ মানুষের হেঁশেলে কিছুটা হলেও অক্সিজেন বয়ে আনল।
বাড়তে থাকা জিনিসপত্রের দামে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে, ঠিক তখনই রান্নার গ্যাসের দাম সিলিন্ডারে ১০০ টাকা করে কমানো বড় স্বস্তি নিয়ে সামনে এল।
অন্তত একটা ক্ষেত্রে যদি ১০০ টাকা করেও বাঁচানো যায় তা যে আমজনতার কাছে কতটা স্বস্তির তা অনুমেয়। আন্তর্জাতিক নারী দিবসের দিনেই এই গ্যাসের দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়ে কার্যত দেশের নারী শক্তির বিকাশের ধারাকেই আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা আরও একবার স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী।
গত বৃহস্পতিবারও সরকারের একটি ঘোষণা উজ্জ্বলা যোজনায় গ্যাস পাওয়া দরিদ্রদের মুখে হাসি ফুটিয়েছে। আগামী অর্থবর্ষেও ওই যোজনায় সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি পাবেন উজ্জ্বলা যোজনায় গ্যাস পাওয়া মহিলারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা