National

রামকে আর তাঁবুতে থাকতে হবেনা, আবেগ ভরা গলায় বললেন প্রধানমন্ত্রী

ভগবান রামকে আর তাঁবুতে থাকতে হবেনা। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর বক্তব্য রাখতে গিয়ে এমনই বললেন। বললেন শুরু হল এক নতুন যুগ।

Published by
News Desk

ভগবান রামকে আর তাঁবুতে থাকতে হবেনা। তিনি এবার মন্দিরে থাকবেন। রাম মন্দিরের চত্বর থেকে এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করার পর মন্দিরের চাতাল থেকে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, এই দিনটা কেবল রাম মন্দির উদ্বোধনের দিন নয়, এই দিন থেকে শুরু হল এক নতুন যুগ। বহু বছরের অপেক্ষার পর অবশেষে রাম ফিরে এলেন।

এই পুণ্যলগ্নে দেশবাসীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তিনি ভগবান রামের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। নিশ্চয়ই এই কাজ করার উদ্যোগে ত্রুটি ছিল, তাই এতদিন তা হয়ে ওঠেনি। তবে প্রধানমন্ত্রী এও বলেন, তাঁর বিশ্বাস এবার তাঁদের ক্ষমা করে দেবেন ভগবান রাম।

প্রধানমন্ত্রী বলেন, কিছু মানুষ দাবি করেছিলেন রাম মন্দির তৈরি হলে আগুন জ্বলতে পারে। কিন্তু তাঁদের ভাবনা বদলানোর সময় এসেছে। রাম সকলের। রাম কোনও আগুন নন, তিনি শক্তি। রাম কেবল বর্তমান নন, তিনি অনন্ত।

এদিন তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের যুব শক্তিকে ভারত নির্মাণে আরও এগিয়ে আসার বার্তা দেন। ভারত তার নিজের একটা জায়গা বিশ্বে তৈরি করতে পেরেছে, তাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে, চাঁদে ভারতের পা রাখা থেকে ১৫ লক্ষ কিলোমিটার ছুটে সূর্যের কাছে পৌঁছনো ভারতের আদিত্য-এল১ যানের কথা।

এদিন তাঁর বক্তব্যের শেষে মন্দির থেকে নেমে এসে বসে থাকা সাধুসন্ত থেকে দেশের প্রথিতযশা মানুষজন, রাজনৈতিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

Share
Published by
News Desk

Recent Posts