National

জন্মদিনে প্রধানমন্ত্রীর রিটার্ন গিফট, দেশে ফিরল ৭০ বছর আগে হারিয়ে যাওয়া প্রাণি

৭০ বছর আগের কথা। তখনই হারিয়ে গিয়েছিল এই প্রাণি। তারপর থেকে এ দেশে প্রাণিটিকে আর দেখা যায়নি। অবশেষে তারা ফের ফিরে এল প্রধানমন্ত্রীর হাত ধরে।

Published by
News Desk

প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশজুড়ে তাঁকে শুভেচ্ছার বন্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু রিটার্ন গিফট দিলেন দেশবাসী। দেশকে দিলেন এক অনন্য উপহার। ৭০ বছর পর দেশে ফিরিয়ে আনলেন তাদের।

চিতা প্রাণিটি কিন্তু ভারতে বিগত ৭০ বছরে দেখা যায়নি। ভারতে এই প্রাণির অস্তিত্বই ছিলনা। যাকে হামেশাই মানুষ চিতা বলে ডেকেছেন তা একেবারেই অন্য প্রাণি। তারা লেপার্ড। চিতা নয়।

অনেকে ভুল করে মনে করেন চিতার ইংরাজি লেপার্ড। সেটাও ঠিক নয়। চিতার ইংরাজি চিতাই। শনিবার সেই চিতাই ফিরল ভারতের জমিতে। নামিবিয়া থেকে ৮টি চিতা উড়িয়ে আনা হয় ভারতে।

এদিন ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এদিন তিনি মধ্যপ্রদেশের শেওপুর জেলার কুনো জাতীয় উদ্যানের সবুজ অরণ্যে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেন এই ৮ চিতাকে।

উপরে বাঁধা একটি স্টেজ। তলায় খাঁচা। উপরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী। তিনি একটি যন্ত্রের সাহায্যে খাঁচার দরজা খুলে দেন। আর খোলা দরজা পেয়ে চিতারা দ্রুত বেরিয়ে আসে অরণ্যের বুকে।

হয়ত অচেনা জঙ্গল। তবু জঙ্গল পেলে তা চিনে নিতে তাদের অসুবিধা হবে না। নামিবিয়াও গরমের দেশ। ফলে ভারতের জলবায়ুতে তাদের খাপ খাইয়ে নিতে অসুবিধা হবেনা বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

এদিন চিতাদের ৭০ বছর পর ভারতের জঙ্গলে ফিরিয়ে এনে তাদের ক্যামেরাবন্দি করতে ছাড়েননি প্রধানমন্ত্রী। নিজেই ক্যামেরা হাতে ছবি তুলতে শুরু করেন।

৭২ বসন্ত পার করা প্রধানমন্ত্রীকে এদিন কিন্তু একদম অন্য মুডে পাওয়া গেল কুনো জাতীয় উদ্যানে। চিতাগুলিকে প্রথমে গোয়ালিয়র বিমানবন্দরে আনা হয়। তারপর সেখান থেকে আনা হয় কুনোতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share