National

ঝুঁকল সরকার, নয়া কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

রোদ, জল, বৃষ্টি, শীত উপেক্ষা করে লাগাতার কৃষক আন্দোলনের সামনে অবশেষে ঝুঁকতে হল সরকারকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ঘোষণা করলেন প্রত্যাহার করা হচ্ছে কৃষি আইন।

Published by
News Desk

দেশের কৃষকদের বোঝাতে ব্যর্থ হয়েছেন তাঁরা। তবে এটা একে অপরকে দোষারোপ করার সময় নয়। তাঁরা ৩ নয়া কৃষি আইন ফিরিয়ে নিচ্ছেন। সংসদে আগামী শীতকালীন অধিবেশনে এই আইনকে তুলে নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।

এদিন দেশের উদ্দেশ্যে ভাষণে একথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন আন্দোলনরত কৃষকদের বাড়ি ফিরে যেতে বলেন। জানিয়ে দেন প্রত্যাহার হচ্ছে ৩ কৃষি আইন।

নয়া ৩টি কৃষি আইনকে কেন্দ্র করে দেশের কৃষকদের মধ্যে অসন্তোষ চরমে ওঠে। বিশেষত পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের একাংশ সহ বিভিন্ন জায়গায় কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে।

দিল্লির সীমান্তে কৃষকরা পথ আটকে আন্দোলন শুরু করেন। হাজার হাজার কৃষক রোদ, জল, বৃষ্টি, শীত উপেক্ষা করে দিন রাত বসে ছিলেন রাস্তায়। করোনার প্রকোপের মধ্যেও তাঁদের আন্দোলন থেমে থাকেনি।

২০২০ সালে ৩টি নয়া কৃষি আইন সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে নিয়ে আসে কেন্দ্রীয় সরকার। যা নিয়ে প্রবল আন্দোলন শুরু হয়।

একদিকে সরকারও নাছোড় মনোভাব দেখিয়ে আইন প্রত্যাহার করা হবে না বলে জানিয়ে দেয়। অন্যদিকে কৃষকরাও নাছোড় মানসিকতা নিয়ে আন্দোলন চালিয়ে যান।

কৃষকদের এই আন্দোলন অবশেষে সফল হল। এদিন ছিল শিখ সম্প্রদায়ের মানুষজনের অত্যন্ত পবিত্র দিন। গুরু নানকের জন্মবার্ষিকী শিখদের জন্য অতিপবিত্র এক দিন। সেদিনই এল এই খুশির খবর।

অবশ্যই কৃষি আইন বিরোধী আন্দোলনে শিখরাই ছিলেন সর্বাগ্রে। প্রধানমন্ত্রীর ঘোষণার পরই সর্বত্র আনন্দের বন্যা বয়ে যায়। নাচে, গানে মেতে ওঠেন কৃষকরা। শুরু হয় জিলিপি, লাড্ডু বিলি। বাজি পাড়ানো হয় অনেক জায়গায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts