National

বাড়ির পিছনে বিশেষ বাগান বানিয়ে প্রধানমন্ত্রীর বাহবা পেলেন বৃদ্ধ

বাড়ির পিছনে বাগান বানিয়েছিলেন নিজের আনন্দে। তবে বিশেষ ধরনের বাগান। এক ব্যক্তির সেই বাগান বানানোর কথা দেশবাসীকে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

Published by
News Desk

তাঁর কথা সকলকে জানানোর দায়িত্ব নিজেই নিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারত পাতায়াত সাহু-র জন্য।

৬৫ বছর বয়সে কার্যত অফুরান সময়। অবসর জীবন কাটাতে গিয়ে সময় কাটানোর এক রাস্তা পান তিনি। বাড়ির পিছনে পড়ে ছিল দেড় একর জমির ওপর একটি অগোছালো বাগান। সেটার সঙ্গে সময় কাটাতে শুরু করেন পাতায়াত সাহু।

প্রথমে বাগান সাফ করে সেখানে শুরু করেন গাছের চারা লাগানো। চারার সংখ্যা নেহাত কম ছিলনা। প্রায় ৩ হাজার চারা লাগান তিনি। তাও আবার যে সে গাছের চারা নয়। প্রতিটি চারাই হয় ওষধি গুণ যুক্ত গাছের। যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে দেশে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ৮১ তম অধ্যায়ে বক্তব্য রাখতে গিয়ে পাতায়াত সাহুর সঙ্গে আলাপ করিয়ে দেন দেশবাসীর।

প্রধানমন্ত্রী বলেন, করোনা দেশবাসীকে অনেক কিছু শিখিয়েছে। বিশেষ করে তাঁদের স্বাস্থ্য সচেতন হতে শিখিয়েছে। ভাল থাকার প্রচেষ্টায় উদ্বুদ্ধ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, প্রাচীন এবং ওষধি গুণযুক্ত গাছপালা দেশে প্রচুর রয়েছে। যা স্বাস্থ্যের জন্য উপকারি। ওড়িশার কালাহান্ডির বাসিন্দা পাতায়াত সাহু তাঁর বাগানে ওষধি গাছ লাগিয়েছেন। সেইসঙ্গে তিনি প্রতিটি ওষধি গাছের গুণাগুণও লিখিতভাবে রেখেছেন।

প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন বাহবা পাওয়া এবং দেশবাসীর তাঁর এই বাগানের ভাবনা প্রধানমন্ত্রীর মুখ দিয়ে জানতে পারা অবশ্যই ৬৫-র বৃদ্ধের জন্য বড় পাওনা।

Share
Published by
News Desk