Sports

খেলোয়াড়দের ওপর অযথা চাপ তৈরি করতে মানা করলেন প্রধানমন্ত্রী

আগামী মাসে টোকিওতে শুরু হতে চলেছে অলিম্পিকসের আসর। যেখানে ভারতের প্রতিনিধিদের ওপর চাপ সৃষ্টি করতে মানা করলেন প্রধানমন্ত্রী।

Published by
News Desk

জুলাই মাসে শুরু হচ্ছে টোকিও অলিম্পিকস। গত বছর হওয়ার কথা থাকলেও তা করোনার জন্য হতে পারেনি। এ বছর হচ্ছে। ভারতও অনেক ইভেন্টেই প্রতিনিধি পাঠাচ্ছে।

এইসব খেলোয়াড়রা যাতে সেরাটা প্রদর্শন করতে পারেন সেজন্য তাঁদের উৎসাহ দিতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খেলোয়াড়দের ওপর অযথা চাপ তৈরি করতে মানা করলেন তিনি।

এদিন ছিল জুন মাসের শেষ রবিবার। আর মাসের শেষ রবিবার মানেই প্রধানমন্ত্রীর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত। এদিন মন কি বাত-এ খেলোয়াড়দের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী।

হালে প্রয়াত উড়ন্ত শিখ মিলখা সিং যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছিল। প্রধানমন্ত্রী এদিন সেকথা তুলে ধরে জানান মিলখা সিংয়ের খেলার প্রতি নিষ্ঠা তাঁকে উজ্জীবিত করে।

প্রধানমন্ত্রী এদিন তীরন্দাজ পল্লবী যাদব, দীপিকা কুমারী বা হকি খেলোয়াড় নেহা গয়াল বা রেস ওয়াকার প্রিয়াঙ্কা গোস্বামীর কথা তুলে ধরেন সকলের সামনে। তাঁদের লড়াই, অধ্যবসায় কেন সকলের জন্য অনুপ্রেরণা তা বোঝান প্রধানমন্ত্রী। জানান মন কি বাত এ সবার কথা তুলে ধরা মুশকিল।

প্রধানমন্ত্রী বলেন, টোকিওয় ভারতের যে খেলোয়াড়েরা অংশ নিতে চলেছেন তাঁরা তাঁদের বছরের পর বছর পরিশ্রমের কারণে যাচ্ছেন টোকিওতে।

সেখানে তাঁরা নিজেদের জন্য যাচ্ছেন না। দেশের জন্য যাচ্ছেন। তাই তাঁদের চাপের মধ্যে না ফেলে দেশবাসীর উচিত তাঁদের উৎসাহিত করা, সমর্থন করা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts