Categories: National

কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার ডাক দিলেন প্রধানমন্ত্রী

Published by
News Desk

কাশ্মীরের শান্তি ফেরানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনা করতে এদিন একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। কিভাবে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা যেতে পারে তা নিয়ে দীর্ঘসময় আলোচনা হয়। কাশ্মীরের পরিস্থিতি যে মোদী সরকারকে চিন্তায় ফেলেছে তা এদিনের উদ্যোগ থেকেই পরিস্কার বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর, প্রধানমন্ত্রীর দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী জিতেন্দ্র সিং, জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল ও বিদেশ সচিব এস জয়শঙ্কর। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গেও যোগাযোগ রাখছে দিল্লি।

Share
Published by
News Desk