National

দেশে অক্সিজেন তৈরি ১০ গুণ বেড়েছে, আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী

করোনার দ্বিতীয় ঢেউতে ভারতে অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। সেই অক্সিজেন তৈরি ১০ গুণ বেড়েছে বলে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী।

Published by
News Desk

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই দেশে সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করে। এপ্রিলের প্রায় শুরু থেকেই পরিস্থিতি ক্রমশ জটিল আকার নিতে থাকে। প্রায় প্রতিদিনই শোনা যাচ্ছিল অক্সিজেনের অভাবে শেষ হয়ে যাচ্ছে মানুষের প্রাণ। বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের সংকট বহু মানুষের প্রাণ কেড়েছে অচিরেই।

বিভিন্ন দেশ থেকে অক্সিজেন আনা হচ্ছিল তখন। ভারতে অক্সিজেন তৈরি বাড়ানোর লড়াই শুরু হয়েছিল যুদ্ধকালীন তৎপরতায়। তার সুফল যে কিছুটা মিলেছে তা এদিন স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী।

কদিন আগেও যেখানে দেশে দিনে সর্বাধিক তরল মেডিক্যাল অক্সিজেন তৈরি হত ৯৫০ মেট্রিক টন। সেখানে তা এখন বেড়ে হয়েছে ৯ হাজার ৫০০ মেট্রিক টন। অর্থাৎ ১০ গুণ বেড়েছে দেশে দৈনিক অক্সিজেন উৎপাদন।

রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ দেশবাসীকে এমনই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষের মনে এখনও করোনা হলে যদি অক্সিজেন দরকার পড়ে তাহলে তা কোথায় পাওয়া যাবে সে চিন্তা রয়েছে। এদিন সে চিন্তা কিছুটা হলেও দূর করলেন প্রধানমন্ত্রী।

প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান হয়। সেই মন কি বাত-এ এদিন প্রধানমন্ত্রী আরও জানান, অক্সিজেনের অভাব মেটাতে স্থল, জল ও আকাশপথে সেনা তৎপরতার সঙ্গে কাজ করেছে। অনেক প্রত্যন্ত এলাকাতেও অক্সিজেন পৌঁছে দিয়েছে সেনা। দ্রুত অক্সিজেন পৌঁছতে বিশেষ অক্সিজেন এক্সপ্রেসও চালু হয়। কারখানায় রাখা অক্সিজেনও কেবল চিকিৎসার কাজে ব্যবহার হবে বলে জানিয়ে দেয় সরকার। সবদিক থেকে চেষ্টা করে যে সুফল মিলেছে সেকথা এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বিজেপি সরকার কেন্দ্রে তার ৭ বছর সম্পূর্ণ করেছে। সেই প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী এদিন বলেন এই ৭ বছরে দেশবাসী সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস মন্ত্রে এগিয়েছে। কোনও অন্য দেশের চাপের মুখে নয়, ভারত এগিয়েছে তার আত্মপ্রত্যয়কে সঙ্গী করে। এই ক’বছরে ভারত যা অর্জন করেছে তা দেশবাসীর জন্যই সম্ভব হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এদিন বলেন শুধু করোনার বিরুদ্ধে লড়াই নয়, দেশ এরমধ্যে পশ্চিম উপকূলে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘তাউতে’ ও পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় ‘যশ’-এর মোকাবিলা করেছে।

Share
Published by
News Desk

Recent Posts