National

দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

করোনা নিয়ে ভুল তথ্যে কান না দিতে দেশবাসীকে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন কি বাত অনুষ্ঠানে সেকথা জানান তিনি।

Published by
News Desk

করোনা নিয়ে কোনও ভুল তথ্যে কান না দিয়ে সঠিক জায়গা থেকেই তথ্য সংগ্রহ করতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী। দেশবাসীর উদ্দেশ্যে তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর এদিন ছিল ৭৬ তম অধ্যায়।

সেখানেই তিনি করোনা টিকা নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য থেকে সাবধান করেন। সঠিক জায়গা থেকে করোনা সংক্রান্ত প্রশ্নের উত্তর জানতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় অনেক চিকিৎসকও সু-পরামর্শ দিচ্ছেন।

প্রধানমন্ত্রী এদিন বলেন করোনা এখন দেশবাসীর পরীক্ষা নিচ্ছে। ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। করোনার প্রথম ঢেউয়ের ধাক্কা সামলে দেশ আনন্দের সঙ্গে ঘুরে দাঁড়াচ্ছিল।

কিন্তু এখন দ্বিতীয় ঢেউয়ে দেশ বেসামাল। প্রধানমন্ত্রী বলেন, রাজ্য সরকারগুলির কাছে টিকা পাঠানো হয়েছে। আগামী ১ মে থেকে ১৮ বছরের উর্ধ্বে দেশের সকলকেই টিকাকরণ করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার যে বিনামূল্যে টিকাকরণ চালাচ্ছে তা এখন যেমন হচ্ছে, তা পরেও বজায় থাকবে। প্রসঙ্গত বিনামূল্যে টিকার পাশাপাশি অর্থের বিনিময়ে টিকার সুযোগও সাধারণ মানুষের সামনে রয়েছে।

দ্রুত টিকাকরণের ওপর জোর দিচ্ছে সরকারও। এদিন মন কি বাত অনুষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।

Share
Published by
News Desk