National

৬ বছর ধরে দেশে ভারত ছাড়ো অভিযান চলছে, বললেন প্রধানমন্ত্রী

দেশে গত ৬ বছর ধরে ভারত ছাড়ো অভিযান চলছে। শনিবার সেকথা বুঝিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Published by
News Desk

নয়াদিল্লি : ১৯৪২ সালের ৮ অগাস্ট। গোটা ভারত এক নতুন আন্দোলনে উদ্বুদ্ধ হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই ভারতে শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। ইংরাজ শাসকদের বিরুদ্ধে সেই ভারত ছাড়ো আন্দোলনের শনিবার ছিল ৭৯ তম বর্ষপূর্তি। এই বিশেষ দিনটিকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন দেশে গত ৬ বছর ধরে আর এক ভারত ছাড়ো অভিযান শুরু হয়েছে। ব্যাপকভাবে সেই ভারত ছাড়ো অভিযান চলছে।

প্রধানমন্ত্রী এদিন বলেন, গত ৬ বছর ধরে দেশে দারিদ্র ভারত ছাড়ো, খোলা জায়গায় শৌচকর্ম ভারত ছাড়ো, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ভারত ছাড়ো, পানীয় জলের সমস্যা ভারত ছাড়ো, ভেদাভেদের প্রবণতা ভারত ছাড়ো, দুর্নীতি ভারত ছাড়ো, হিংসা ভারত ছাড়ো অভিযান চলছে। যা স্বরাজ থেকে সুরাজ্যের ভাবনার অনুকূল।

প্রধানমন্ত্রী এদিন আরও এক ভারত ছাড়োর ডাক দেন। বলেন সকলকে সংকল্প করতে হবে যে আবর্জনা ভারত ছাড়ো অভিযানে অংশ নেবেন তাঁরা। সকলকে এই আবর্জনা ভারত ছাড়ো অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবস পর্যন্ত দেশে এক সপ্তাহের একটি অভিযান চালানো হোক। এজন্য তিনি জেলাস্তরে আধিকারিকদের বেশ কিছু কাজ স্থির করে দেন। তিনি বলেন, এই আধিকারিকরা এই এক সপ্তাহে বিভিন্ন গ্রামে কমিউনিটি টয়লেট তৈরিতে জোর দেবেন। কমিউনিটি টয়লেট থেকে থাকলে তা প্রয়োজনে সারিয়ে তুলবেন। যেখানে অন্য রাজ্যের শ্রমিকরা থাকেন সেখানেই প্রাথমিকভাবে এ কাজ শুরু করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া জলের পুনর্ব্যবহারে জোর দেন তিনি।

মহাত্মা গান্ধী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বচ্ছ ভারত গড়ে তোলার উদ্যোগের এই দীর্ঘ পথ এবার তুলে ধরা হল ‘রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্র’-এ। একদম অন্য ভাবনা থেকে তৈরি হল ‘রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্র’। দিল্লিতে শনিবার এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান তিনি। তারপর ‘রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্র’-এর উদ্বোধন করেন। রিমোটের সাহায্যে কেন্দ্রের দরজা খোলেন প্রধানমন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts