
৫ দিনের আফ্রিকা সফরে বুধবার মোজাম্বিকের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫ দিনে ৪টি দেশে পা রাখবেন মোদী। মোজাম্বিক দিয়ে শুরু। তারপর যাবেন দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে তানজানিয়া হয়ে কেনিয়া। মোজাম্বিকের উদ্দেশে উড়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী জানান আফ্রিকার সঙ্গে ভারতের সম্পর্ককে আরও মজবুত করাই তাঁর এই সফরের লক্ষ্য। সফরে বিশেষ গুরুত্ব পাবে আফ্রিকার দেশগুলির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে আর উন্নত করা এবং ভারত আফ্রিকার মানুষের মধ্যে সম্পর্কের বন্ধন আরও মজবুত করা। প্রধানমন্ত্রীর এই সফরে ভারতের সঙ্গে বাণিজ্যের প্রশ্নে বিশেষ গুরুত্ব পেতে চলেছে হাইড্রোকার্বন, জলপথ সুরক্ষা, লগ্নি ও বাণিজ্য বৃদ্ধি, খাদ্য ও কৃষি ক্ষেত্রগুলি। দক্ষিণ আফ্রিকার ৪টি শহরে যাবেন প্রধানমন্ত্রী। প্রিটোরিয়া, জোহানসবার্গ, ডারবান ও পিটারমারিজবার্গ। সফরে ৪ দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করবেন তিনি। দেখা করবেন সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও।













