National

মরিশাসের সুপ্রিম কোর্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

মরিশাসের নতুন সুপ্রিম কোর্ট ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কোভিড পরিস্থিতিতেও ভবনটির নির্মাণ সম্পূর্ণ করা হয়।

Published by
News Desk

নয়াদিল্লি : ভারতের অর্থ সাহায্যে তৈরি হল মরিশাসের সুপ্রিম কোর্ট ভবন। মরিশাসের রাজধানী পোর্ট লুই-তে এই ভবনটি নির্মাণ হয়েছে। ভবনটির বৃহস্পতিবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সের মধ্যে দিয়ে সেটির উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনাউথ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মরিশাসের সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার কথা বলেন। জানান ভারত কাউকে কোনও সাহায্য কোনও কিছুর বিনিময়ে করেনা। তিনি বলেন, মরিশাসে এই সুপ্রিম কোর্ট নির্মাণ করে দেওয়ার মধ্যে দিয়ে ভারত ও মরিশাসের মধ্যে বিশেষ বন্ধুত্ব আরও প্রগাঢ় হল।

প্রধানমন্ত্রী এদিন বলেন, ভারতেও যেমন আইন ব্যবস্থা একটি সম্পূর্ণ আলাদা স্তম্ভ হিসাবে রয়েছে, মরিশাসেও তাই। তারই স্বাক্ষর বহন করছে এই নতুন সুপ্রিম কোর্ট ভবন। এছাড়াও মরিশাসের উন্নয়নে ভারত নানাভাবে সাহায্য করে আসছে। ভারতমহাসাগরে মরিশাস অনেকদিনই ভারতের বিশেষ বন্ধু। সেখানকার সুপ্রিম কোর্ট নির্মাণ করতে পেরে ভারত গর্বিত বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk