Categories: National

বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Published by
News Desk

কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য সুখবর। সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য অর্থমন্ত্রককে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে মন্ত্রিসভার বৈঠকেই। তবে প্রধানমন্ত্রী যেখানে নির্দেশ দিয়ে দিয়েছেন সেখানে আগামী বুধবারের মন্ত্রিসভার বৈঠকে সবুজ সংকেত কেবল আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয়। সুপারিশ কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের বেতন ১৫-২০ শতাংশ বাড়বে বলে মনে করা হচ্ছে। উপকৃত হবেন পেনশন গ্রাহকরাও। প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হওয়ার পর ৯৮.৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি ও ৫২ লক্ষ পেনশনভোগীর মুখে হাসি ফুটতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Share
Published by
News Desk