National

নভেম্বর পর্যন্ত ৮০ কোটি মানুষের জন্য ফ্রি রেশন, ঘোষণা প্রধানমন্ত্রীর

কেন্দ্রের ফ্রি রেশনের সুবিধা বর্ধিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন আগামী নভেম্বরের শেষ পর্যন্ত ফ্রি রেশন দেবে সরকার।

Published by
News Desk

নয়াদিল্লি : করোনা পরিস্থিতিতে কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছিল যে দেশের ৮০ কোটি দরিদ্র মানুষকে ফ্রি রেশন দেবে সরকার। তা দেওয়াও হচ্ছিল। এদিকে ১ জুলাই থেকে শুরু হচ্ছে আনলক-২ পর্ব। তার আগে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে দেশের ৮০ কোটি দরিদ্র মানুষের জন্য মাসে ৫ কেজি করে চাল অথবা গম এবং পরিবার পিছু ১ কেজি করে ডাল দেওয়ার সময়সীমা বর্ধিত করলেন প্রধানমন্ত্রী। জানিয়ে দিলেন কেন্দ্র এই সুবিধা নভেম্বরের শেষ পর্যন্ত বর্ধিত করল। কেন নভেম্বর শেষ পর্যন্ত তাও পরিস্কার করেছেন তিনি।

প্রধানমন্ত্রী জানান নভেম্বরের শেষ এই জন্য যে ওই সময় দিওয়ালী ও ছট পুজা শেষ হচ্ছে। দেশে কিছু দিন পর থেকে উৎসব পর্ব শুরু হবে। সেই উৎসব শেষ হচ্ছে নভেম্বরের শেষে। তাই নভেম্বরের শেষ পর্যন্ত এই ফ্রি রেশনের ঘোষণা বলে জানান প্রধানমন্ত্রী। এই ফ্রি রেশন দিতে কেন্দ্রের অতিরিক্ত ৯০ হাজার কোটি টাকা ব্যয় হবে বলেও জানান তিনি। দরিদ্রদের এই সুবিধা দেওয়া যাচ্ছে করদাতাদের জন্য বলেও জানান প্রধানমন্ত্রী। দেশের করদাতাদের কুর্নিশ জানান তিনি।

প্রধানমন্ত্রী এদিন তাঁর ১৭ মিনিটের ভাষণে এক দেশ, এক রেশন কার্ড-এর প্রসঙ্গেও জানান। তিনি বলেন, এই ব্যবস্থা চালু হলে অন্য রাজ্যে বা বাড়ি ছেড়ে দূরে কাজ করতে যাওয়া মানুষের সুবিধা হবে। তাঁরা সেখানেও রেশন তুলতে পারবেন। রেশন ব্যবস্থার ২টি বড় ঘোষণার পাশাপাশি তিনি এও জানান করোনার সঙ্গে লড়তে আরও সতর্ক হতে হবে সকলকে। তবে এদিন চিন সম্বন্ধে একটি কথাও বলেননি প্রধানমন্ত্রী।

Share
Published by
News Desk

Recent Posts