ফাইল : জাপানে বসবাসকারী ভারতীয়দের সম্মেলনে প্রধানমন্ত্রী, ছবি - আইএএনএস
নয়াদিল্লি : ভারত ও চিনের মধ্যে লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী লড়াই। যাতে এক কর্নেল সহ ২০ জন ভারতীয় সেনার শহিদ হওয়া। অন্যদিকে চিনেরও এই সংঘর্ষে নিহত ও আহত মিলিয়ে ৪৩ জন সেনা রয়েছে বলে খবর। লাদাখে ভারত-চিন সীমান্তে প্রবল উত্তেজনা তৈরি হয়ে আছে। এই পরিস্থিতিতে দিল্লিতেও তৎপরতা তুঙ্গে। দফায় দফায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠক করছেন সেনা আধিকারিকদের সঙ্গে। এরমধ্যেই সর্বদল বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী।
আগামী শুক্রবার এই সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে। বিকেল ৫টায় বৈঠক ডাকা হয়েছে। ভারত–চিন উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের ডাক। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই বৈঠক অনলাইনে হবে বলে জানানো হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমেই সব দলের প্রতিনিধি কথা বলতে পারবেন প্রধানমন্ত্রীর সঙ্গে।
সংবাদ সংস্থা আইএএনএস তাদের সূত্র মারফত জানাচ্ছে, সোমবার রাতে গালওয়ান নদীর ধারে গালওয়ান উপত্যকায় যখন ভারত ও চিনের সেনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাঁধে তখন চিনের সেনার তুলনায় ভারতীয় সেনার সংখ্যা ছিল অনেক কম। চিনের ৫ জন সেনা পিছু ভারতের ১ জন সেনা ছিল সেখানে। তবু ভারতীয় সেনা চিনা সেনাকে এতটুকু জমি ছাড়েনি। ভারতীয় সেনা ৬-৭ ঘণ্টার সেই লড়াই চালিয়ে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা