National

এখন আরও অনেক বেশি সতর্ক থাকতে হবে, বললেন প্রধানমন্ত্রী

দেশবাসীকে আরও সতর্ক হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন কি বাত রেডিও অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

Published by
News Desk

নয়াদিল্লি : এখন দেশজুড়ে সব খুলে যাচ্ছে। অর্থনৈতিক কাজকর্ম প্রায় সবই শুরু হয়ে যাচ্ছে। তাই এখন সকলকে আরও অনেক বেশি সতর্ক থাকতে হবে। রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, গতবারে যখন তিনি মন কি বাত অনুষ্ঠানে বলেছিলেন, তখন দেশে যাত্রী পরিবহণ সেভাবে শুরু হয়নি। কিন্তু এখন ক্রমে সব খুলে যাচ্ছে। সবরকম সতর্কতা বজায় রেখেই খুলছে সবকিছু। কলকারখানা খুলছে। তাই এখন যখন সবকিছু স্বাভাবিক হচ্ছে তখন সকলকে আরও অনেক বেশি সতর্ক হতে হবে বলে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। করোনার সঙ্গে লড়াইতে আরও অনেক বেশি সতর্কতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী এদিন বলেন, সামাজিক দূরত্ব সহ অন্যান্য নিয়মবিধি কঠোরভাবে সকলকে পালন করতে হবে। তিনি বলেন, করোনাকে রুখতে ভারত অন্য কম জনসংখ্যার দেশগুলির চেয়েও সফল। পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, পরিযায়ী শ্রমিকদের নিয়ে কথা চলছে। একটি কমিশন গড়ে তাঁদের কর্মসংস্থান যাতে নিশ্চিত করা যায় তার চেষ্টা চলছে। তিনি বলেন, কর্মসংস্থানের পাশাপাশি, স্বনিযুক্তি ও গ্রামে গ্রামে ক্ষুদ্র শিল্প গড়ে তোলায় জোর দেওয়ার চেষ্টা চলছে।

এর আগেই আত্মনির্ভর ভারত-এর কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গ এদিনও বিশেষ গুরুত্ব পায় তাঁর বক্তব্যে। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। অন্যদিকে দেশে করোনার মধ্যেই নতুন উপদ্রব অনেকের ক্ষতি করেছে। পঙ্গপালের সেই হানায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের সকলকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও এদিন আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।

Share
Published by
News Desk

Recent Posts