National

বিশ্বজুড়ে ভারতবাসীর লড়াই নিয়ে চর্চা হবে, বললেন প্রধানমন্ত্রী

এপ্রিল শেষে এবারের অনুষ্ঠানে খুব স্বাভাবিকভাবেই জায়গা পেল করোনা। প্রধানমন্ত্রী এদিন দাবি করেন, ভারতবাসী করোনার বিরুদ্ধে একত্র হয়ে লড়াই করছেন।

Published by
News Desk

করোনা উদ্বেগের মধ্যেই তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ ভারতবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনীতির বাইরে গিয়ে মন কি বাত-এ প্রধানমন্ত্রী অন্যান্য নানা বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতি মাসের শেষ রবিবারে মন কি বাত।

এপ্রিল শেষে এবারের অনুষ্ঠানে খুব স্বাভাবিকভাবেই জায়গা পেল করোনা। প্রধানমন্ত্রী এদিন দাবি করেন, ভারতবাসী করোনার বিরুদ্ধে একত্র হয়ে লড়াই করছেন। একে অপরের পাশে দাঁড়াচ্ছেন। ভারতবাসীর এই লড়াইয়ের কথা ভবিষ্যতে যখনই বিশ্বজুড়ে করোনা মহামারি নিয়ে আলোচনা হবে, তখনই চর্চা হবে। ভারতবাসীর আজকের করোনার বিরুদ্ধে লড়াই চিরদিন বিশ্ব মনে রাখবে। এ নিয়ে কথা বলবে। আলোচনা করবে। করোনার বিরুদ্ধে এই কঠিন লড়াই চালিয়ে যাওয়ার জন্য ভারতবাসীকে অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এদিন জানান, করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সরকারগুলিও দারুণ কাজ করছে। তিনি এও জানান, বর্তমান পরিস্থিতিতে বেশ কিছু রাজ্য নিজেরাই লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিচ্ছে। তিনি বলেন এই সময়ে ভারতের প্রতিটি রাজ্য করোনা রুখতে সক্রিয় ভূমিকা পালন করছে। সেইসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে দরিদ্র মানুষজনকে এই সময় খাওয়াচ্ছেন অনেকে। তাঁদের খাওয়ার বন্দোবস্ত করছেন। কেউ তাঁর জমি বেচে করোনার বিরুদ্ধে লড়াই করছেন। কেউ তাঁর পেনশনের টাকা তুলে দিচ্ছেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে।

এদিন তাঁর বক্তব্যে বেশ কিছু সামাজিক অস্বাস্থ্যকর অভ্যাসের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ভারতের সকলে জানেন যে রাস্তায় ঘাটে থুতু ফেলা উচিত নয়। কিন্তু এখনও বেশ কিছু মানুষ রাস্তায় থুতু ফেলছেন। যা অত্যন্ত খারাপ অভ্যাস। তিনি আহ্বান জানিয়ে বলেন, এটাই সেরা সময় এই খারাপ অভ্যাস পরিত্যাগ করার। এটা কোভিডের বিরুদ্ধে লড়াই করতেও সাহায্য করবে বলে জানান প্রধানমন্ত্রী। এদিন মাস্ক পরার প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধানমন্ত্রী। জানান আগামী দিনেও মাস্ক পরতেই হবে। করোনা পরিস্থিতি উত্তর সময়েও মাস্ক পরাটা থাকবে। এটা পরা মানে কেউ অসুস্থ এমনটা নন। এটা একটা সতর্কতা।

Share
Published by
News Desk

Recent Posts