National

দেশের ৪০ জন ক্রীড়াবিদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

Published by
News Desk

শুক্রবার সকাল ৯টায় দেশবাসীর উদ্দেশ্যে ছোট্ট বার্তায় আগামী রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য ঘরের সব বৈদ্যুতিন আলো নিভিয়ে মোমবাতি জ্বালানোর বার্তা দিয়েছেন। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন দেশের ৪০ জন ক্রীড়াবিদের সঙ্গে। যার মধ্যে ছিলেন শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, পিভি সিন্ধু, পিটি ঊষার মত দেশের বিভিন্ন সময়ের প্রতিভাধর খেলোয়াড়েরা।

মোটামুটি সব খেলোয়াড়ের সঙ্গেই কথা বলার চেষ্টা করেন প্রধানমন্ত্রী। তাঁদের করোনার এই কঠিন মুহুর্তে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। অনেক খেলোয়াড় ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কেয়ারস ফান্ডে অর্থ প্রদান করেছেন। করোনার বিরুদ্ধে তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারের ওই ফান্ড। এদিন সব খেলোয়াড়ই প্রধানমন্ত্রীকে পাশে থাকার বার্তা দিয়েছেন।

খেলোয়াড়দের কেউ কেউ জানিয়েছেন এ সময়ে যুব সমাজের এগিয়ে আসার প্রয়োজন রয়েছে। করোনা সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে খেলোয়াড়দের এগিয়ে আসতে বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার পর অনেকেই জানান, তাঁরা প্রধানমন্ত্রীর উদ্যোগের পাশে রয়েছেন। করোনায় সকলকে সরকারি নির্দেশ মেনে বাড়িতে থাকার বার্তাও দেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts