National

আচমকা লকডাউন ঘোষণার জন্য ক্ষমা চেয়ে নিলেন প্রধানমন্ত্রী

Published by
News Desk

করোনাকে রুখতে একরকম আচমকাই ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সেই প্রসঙ্গ টেনে তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ প্রধানমন্ত্রী বলেন, তিনি এভাবে আচমকা লকডাউন ঘোষণার ফলে অনেকেই সমস্যা পড়েছেন। বিশেষত দরিদ্র মানুষজন। কয়েকজন তাঁর ওপর হয়তো রেগেও গেছেন। কিন্তু এছাড়া তাঁর হাতে আর কোনও রাস্তা খোলা ছিলনা। করোনাকে রুখতে লকডাউন ছাড়া কোনও উপায় ছিলনা। প্রধানমন্ত্রী আরও বলেন, সমস্যা সত্ত্বেও এই মারণ ভাইরাসকে আটকাতে গেলে এটা করতেই হত। কিছু মানুষ এখনও লকডাউনকে হাল্কা ভাবে নিচ্ছেন। তিনি পরিস্কার বলেন, লকডাউনকে হাল্কাভাবে নেবেন না। করোনাকে হাল্কাভাবে নেবেন না। এই লকডাউন সব মানুষ ও পরিবার পরিজনের ভাল থাকার জন্যই করা হয়েছে।

প্রধানমন্ত্রী মন কি বাত-এ বলেন, তাঁর কাছে কিছু খবর এসে পৌঁছচ্ছে। তিনি জানতে পেরেছেন হোম কোয়ারেন্টিনে থাকা কিছু মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছেন অনেকে। প্রধানমন্ত্রী বলেন, এতে তিনি দুঃখিত, ব্যথিত। যিনি কোয়ারেন্টিনে গেছেন তিনি আর সকলকে ভাল রাখতেই নিজেকে আলাদা করে রেখেছেন। তাই তাঁদের পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, কিন্তু মনের দূরত্ব নয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইটা সহজ নয়। তাকে রুখতে কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হত। তবেই এই যুদ্ধে জয়ী হওয়া যাবে। দেশের মানুষকে রক্ষা করা যাবে। করোনার ছড়িয়ে পড়া আটকাতে তাঁর সামনে একটাই রাস্তা খোলা ছিল। সেটা হল লকডাউন। প্রধানমন্ত্রী এদিন লকডাউন মেনে চলার জন্য অনুরোধ করেন। প্রধানমন্ত্রী এদিন কয়েকজন করোনার শিকার মানুষের সঙ্গেও কথা বলেন। মানুষের মধ্যে সচেতনতা প্রসারে কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গেও কথা বলেন।

Share
Published by
News Desk

Recent Posts