National

শনিবারের সকালে গঙ্গাবক্ষে নৌবিহার করলেন প্রধানমন্ত্রী

Published by
News Desk

ঝলমলে রোদ। টলমল করছে গঙ্গার জল। শীতের আদর্শ সকাল। সেখানেই গঙ্গায় নৌবিহার করতে করতে সকলের দিকে চেয়ে হাত নাড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কানপুরের মানুষ প্রধানমন্ত্রীকে গঙ্গার পাড় থেকেই ভিড় করে দেখলেন। হাত নাড়লেন তাঁরাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজস্ব পোশাকের ওপর পরা ছিল লাইফ সেভিং জ্যাকেট। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ প্রথমসারির আমলারা। বিশেষ ধরনের নৌকায় এদিন গঙ্গাবক্ষে ভেসে বেড়ান মোদী।

নমামি গঙ্গে প্রকল্পের অগ্রগতির রূপরেখা, বর্তমান অবস্থা, প্রয়োজনীয় ব্যবস্থা ও গঙ্গার হালফিল হালহকিকত খতিয়ে দেখতে শনিবার সকালে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। পরে নমামি গঙ্গে নামে একটি প্রদর্শনীও ঘুরে দেখেন। সেখানে তুলে ধরা হয়েছিল গঙ্গায় কীভাবে দূষণ ছড়াচ্ছে এবং তা পরিস্কারের জন্য কী কী পদক্ষেপ করা হচ্ছে। সেগুলি খুঁটিয়ে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী, সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশর মুখ্যমন্ত্রী।

বৈঠক ও প্রদর্শনী ঘুরে দেখার পর তিনি গঙ্গা বক্ষে নৌবিহারের বার হন। মুখ্য উদ্দেশ্য ছিল গঙ্গার হাল নিজের চোখে দেখা। যাতে প্রয়োজনীয় পরামর্শ তিনি দিতে পারেন। বলা হয় কানপুরের কাছে নাকি গঙ্গার দূষণ সর্বাধিক। তাই কানপুরেই গঙ্গার বুকে ভেসে পড়েন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন সব দিক। দেশের ৫টি রাজ্যের ওপর দিয়ে বয়ে গেছে গঙ্গা। সব রাজ্যে একযোগে গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ প্রয়োজন বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। তবে নমামি গঙ্গে প্রকল্প সফল হবে বলে মনে করছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts