National

অযোধ্যা রায়ের আগে শান্তি ও সৌহার্দ্য রক্ষার বার্তা দিলেন প্রধানমন্ত্রী

Published by
News Desk

তাঁর ২০১০ সালে অযোধ্যা মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়ের পরবর্তী পরিস্থিতি এখনও মনে আছে। কিছু স্বার্থান্বেষী মানুষ সে সময় সুযোগ কাজে লাগিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করেছিল। তাই সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার রায়কে সামনে রেখে আগেভাগেই দেশবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ এদিন প্রধানমন্ত্রী সকলকে অযোধ্যা মামলার রায়কে কেন্দ্র করে যথেষ্ট সুচিন্তিত পরিণত মানসিকতার পরিচয় দিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানালেন। কোনও প্ররোচনায় পা না দেওয়ার জন্য এদিন সকলকে পরামর্শ দেন তিনি।

সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানি শেষ হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই মামলার শুনানি শেষ করেছে। এবার রায় দানের পালা। আগামী ১৭ নভেম্বরের মধ্যেই অযোধ্যা মামলার রায় দান করা হবে বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। এর আগে ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট অযোধ্যা মামলার রায় দিয়ে জানিয়েছিল অযোধ্যার বিতর্কিত জমি ৩ ভাগে ভাগ করা হবে। ২টি ভাগ যাবে ২টি হিন্দু সংগঠনের কাছে। একটি মুসলিম ওয়াকফ বোর্ডের হাতে। যদিও এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। তারই রায় এবার দিতে চলেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি পদে কার্যকাল শেষ হতে চলেছে রঞ্জন গগৈয়ের। তার আগে অযোধ্যা নিয়ে তিনি কী যুগান্তকারী রায় দেন সেদিকে চেয়ে আছে গোটা দেশ। এই রায় ইতিহাসের পাতায় জায়গাও করে নিতে পারে।

মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশবাসীকে রাজনীতির বাইরে গিয়ে বিভিন্ন বিষয়ে বার্তা দিয়ে থাকেন প্রধানমন্ত্রী। সেখানে এদিন অযোধ্যা মামলা বাদ দিয়ে প্রধানমন্ত্রী দিওয়ালীর দিনই দিওয়ালীর শুভেচ্ছা জানান দেশবাসীকে। দেশে উৎসবকে সামনে রেখে পর্যটন শিল্পে জোর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন দেশের উৎসবগুলি সম্বন্ধে দেশের বাইরে যাঁরা থাকেন তাঁরা যদি সেখানে প্রচার করেন তাহলে মানুষ এসব উৎসবের সময় ভারতে আসায় আরও উৎসাহ পাবেন। দেশের উৎসবকেন্দ্রিক পর্যটনের উন্নতি হবে।

Share
Published by
News Desk

Recent Posts