National

ভারতে ফিরেই অরুণ জেটলির বাড়িতে হাজির প্রধানমন্ত্রী

Published by
News Desk

অরুণ জেটলির মৃত্যু ও পরদিন তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া। ঠিক এই সময়টাতেই ৩ দেশের সফরে দেশের বাইরে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহী হয়ে ফ্রান্স। সেখানে জি ৭-এর বৈঠকে অংশ নেন তিনি। যৌথ সাংবাদিক সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এমন গুরুত্বপূর্ণ কর্মসূচি ঠাসা থাকায় তিনি সফর মাঝখানে ফেলে দেশে তখন ফিরতে পারেননি। তাই তাঁর খুব ভাল বন্ধুকে শেষ দেখাটাও দেখা হয়নি প্রধানমন্ত্রীর। হয়তো সেই কষ্টটা চাপা ছিল মনে।

মঙ্গলবার তাই দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির হন প্রাক্তন অর্থমন্ত্রীর বাড়িতে। সেখানে অরুণ জেটলির স্ত্রী, সন্তানের সঙ্গে কথাও বলেন তিনি। নরেন্দ্র মোদীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে পৌঁছে অরুণ জেটলির ছবির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। বেশ কিছুক্ষণ সেখানে কাটান তিনি।

মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলানো অরুণ জেটলিকে নিজের খুব ভাল বন্ধু বলেই ট্যুইটে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুর খবর বিদেশে বসে পেয়ে সেখান থেকেই ফোনও করেন অরুণ জেটলির স্ত্রী ও ছেলেকে। তারপর মঙ্গলবার হাজির হলেন অরুণ জেটলির দিল্লির বাসভবনে। এদিন অরুণ জেটলির বাড়িতে পৌঁছে প্রধানমন্ত্রীর মুখ ছিল থমথমে। শোকটা মুখে কোথাও যেন স্পষ্ট ফুটে উঠছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts