Categories: World

একগুচ্ছ চুক্তি, আরও কাছাকাছি ভারত-আমেরিকা

Published by
News Desk

বাণিজ্য থেকে প্রতিরক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফর থেকে প্রাপ্তির তালিকা নেহাত মন্দ নয়। পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদনের উন্নয়নে দুই দেশের মধ্যে ১ বিলিয়ন ডলারের একটি অংশীদারিত্ব চুক্তি হয়েছে। দেশের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সাহায্য মেলার বিষয়েও কথা হয়েছে দুই দেশের। এছাড়া পাইপলাইনের ক্ষেত্রে ৪৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে আমেরিকা। অন্যদিকে প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশ আরও কাছাকাছি আসার পরিকল্পনা করেছে। ঠিক হয়েছে, দু’রাষ্ট্রের সেনাবাহিনী একে অপরকে প্রয়োজনীয় যোগান ও প্রযুক্তি দিয়ে সাহায্য করবে। এছাড়া মার্কিন যুদ্ধাস্ত্র ও প্রযুক্তির জগতে ভারতের প্রবেশাধিকারে সবুজ সংকেত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যাতে ভারত সেসব প্রযুক্তির সাহায্য নিয়ে দেশের সেনা ও যুদ্ধাস্ত্রকে আরও উন্নত করে তুলতে পারে। ভারত মহাসাগরে দিয়ার গার্সিয়ার মত মার্কিন বেসগুলিতে ভারতের অবাধ প্রবেশাধিকারও স্বীকৃত হয়েছে এদিন। ভারতকে অন্যতম প্রতিরক্ষা সহযোগী দেশ হিসাবেও এদিন স্বীকৃতি দিয়েছে আমেরিকা।

Share
Published by
News Desk