এদিন রাজ্যসভায় বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রী বলেন, চলতি অধিবেশনে রাজ্যসভায় বিল পাশের সহায়ক পরিবেশ রয়েছে। বিরোধীদের সহায়তায় তা সম্ভব হয়েছে। এই অবস্থায় জিএসটি বা অন্যান্য বিলগুলি পাশ করানো জরুরি। তাই বিলগুলি যাতে বাধাহীনভাবে পাশ করা যায় সেজন্য বিরোধীদের অনুরোধ করেন তিনি।
রাজ্যসভায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভাষণের মর্যাদা রক্ষার স্বার্থে বিলগুলি পাশ করানো উচিত বলে জানান প্রধানমন্ত্রী। বিল পাশে মরিয়া প্রধানমন্ত্রী এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর বক্তব্যও তুলে ধরে বিরোধীদের বিল পাশে সাহায্যের আবেদন জানান। সংসদের উভয় কক্ষের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপরও এদিন জোড় দেন তিনি। তবে বিরোধীদের তারিফ করার পাশাপাশি এদিন কংগ্রেসকে ফের কটাক্ষ করেছেন তিনি। তাঁর দাবি, কংগ্রেস মনে করে তারা কোনও ভুল করতে পারেনা। তাই সব কথার ওপরই নিজেদের একটা বক্তব্য চাপিয়ে দেয় তারা।