State

তৃণমূলের ৪০ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন, দাবি মোদীর

Published by
News Desk

তৃণমূলের ৪০ জন বিধায়ক তাঁর সঙ্গে প্রাত্যহিক যোগাযোগ রাখছেন। আগামী ২৩ মে-র পরই তাঁরা তৃণমূল ছাড়বেন। শ্রীরামপুরের জনসভা থেকে সোমবার এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নরেন্দ্র মোদীর বক্তব্য জুড়েই ছিল তৃণমূলের সমালোচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে বিধায়করা চলে আসবেন বলে দাবি করে এদিন ফের ভোটের মাঝে তৃণমূলের অন্দরমহলে ঝড় তুলে দিলেন মোদী।

চতুর্থ দফার ভোটের মধ্যেই এদিন রাজ্যে ২টি জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম জনসভা করেন শ্রীরামপুরে। দ্বিতীয়টি জগদ্দলে। এদিন ফের সার্জিক্যাল স্ট্রাইক, সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে তাদের হত্যা করে ভারতীয় সেনার সাফল্য জনসভা থেকে তুলে ধরেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের ভাষায় কথা বলছেন বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।

রাজ্যে এখন সিন্ডিকেট রাজ চলছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। একের পর এক কারখানা বন্ধ নিয়েও কটাক্ষ করেন তিনি। এদিন প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে ভিড়ও জমে। শ্রীরামপুরের পর জগদ্দলের জনসভা থেকেও নিজস্ব ভঙ্গিতে নতুন স্লোগানের ছন্দে ভোট চান মোদী।

Share
Published by
News Desk

Recent Posts