National

মায়ের সঙ্গে দেখা করে ভোট দিলেন নরেন্দ্র মোদী

Published by
News Desk

প্রথমে মা হীরাবা-র সঙ্গে দেখা করে তারপর ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মা হীরাবেন-এর বয়স এখন ৯৮। থাকেন ছোট ছেলের কাছে। মঙ্গলবার সকালে গান্ধীনগরে মায়ের সঙ্গে দেখা করতে যান মোদী। প্রণাম করেন মাকে। কথা বলেন। মিষ্টি বিনিময় হয় মা ও ছেলের মধ্যে। ছেলে নরেন্দ্র মোদীকে এদিন উপহারও দেন মা হীরাবেন। ছেলের হাতে তুলে দেন একটি চুরনি, একটি নারকেল ও ৫০১ টাকা। আশীর্বাদ স্বরূপ ছেলেকে এগুলি দেন তিনি। কিছুটা সময় মায়ের সঙ্গে কাটিয়ে বেরিয়ে ভোট দিতে রওনা দেন মোদী।

মায়ের সঙ্গে দেখা করে বেরিয়ে আমেদাবাদের একটি পোলিং বুথে ভোট দেন প্রধানমন্ত্রী। বিজেপি সভাপতি অমিত শাহ এখান থেকে পদ্ম প্রার্থী। এই প্রথম লোকসভা ভোটে অংশ নিলেন অমিত শাহ। এদিন প্রধানমন্ত্রী যখন ভোট দিতে যান তখন তাঁর সঙ্গে ছিলেন অমিত শাহ। ভোটের আগে অমিত শাহের নাতনির সঙ্গে একটু খেলেন প্রধানমন্ত্রী। সে ছবি ক্যামেরাবন্দি করেন চিত্রগ্রাহকরা। এদিকে ছেলে দেখা করে যাওয়ার কিছু পরে নরেন্দ্র মোদীর মা হীরাবেন-ও ভোট দেন।

মঙ্গলবার সকাল থেকে দেশ জুড়ে তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়। গুজরাটেরও বেশ কিছু আসনে ভোট ছিল এদিন। কেরালার অবশ্য ২২টি আসনের সবকটিতেই এদিন ভোটগ্রহণ হয়েছে। রাহুল গান্ধী কেরালার ওয়ানাড আসন থেকেও এবার প্রার্থী। ফলে এদিন হেভিওয়েটদের মধ্যে রাহুল গান্ধীর ভাগ্য পরীক্ষা ছিল।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts