Business

১২ কোণার ২০ টাকার কয়েন আসছে বাজারে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Published by
News Desk

এবার বাজারে আসতে চলেছে ২০ টাকার কয়েন। এই নতুন কয়েনের ১২টি কোণা থাকবে। নতুন কয়েনের বৃহস্পতিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুধু ২০ টাকার এই নতুন কয়েন বলেই নয়, এদিন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন ১, ২, ৫ এবং ১০ টাকার কয়েনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন বাজারে ৪ মূল্যমানের কয়েন রয়েছে। তবে এদিন যে কয়েনগুলি উদ্বোধন করা হয়েছে সেগুলি একটু অন্যরকম। তবে ১, ২, ৫ এবং ১০ টাকার কয়েনের কোনও কোণা থাকছে না। এগুলি সবই হবে গোল।

বৃহস্পতিবার নিজের বাসভবনে দৃষ্টিহীন শিশুদের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই এই নতুন সিরিজের কয়েনগুলির উদ্বোধন করেন তিনি। সেইসঙ্গে জানান, এই কয়েনগুলির বৈশিষ্ট্য হল এগুলি দৃষ্টিহীনদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা নেবে। দৃষ্টিহীনরা এই কয়েন সহজে বুঝতে পারবেন।

কম থেকে বেশি মূল্যমান অনুযায়ী কয়েনের আয়তন ও তা কতটা ভারী হবে তা নির্ভর করবে। উদ্বোধন হয়ে যাওয়া দ্রুতই এই নয়া সিরিজের কয়েন বাজারে এসে যাবে বলে মনে করছেন সকলে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts