National

আমেদাবাদ মেট্রোর প্রথম পর্যায়ের পথচলা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Published by
News Desk

তাঁর রাজ্য গুজরাটের আমেদাবাদে শুরু হল মেট্রো পরিষেবা। গুজরাটের প্রথম মেট্রো পরিষেবা। ১৪ বছর আগে এই মেট্রো পরিষেবা চালুর শিলান্যাস করেছিলেন নরেন্দ্র মোদী। তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তারপর ১৪ বছর কেটে গেছে প্রথম পর্যায়ের কাজ শেষ করতে। আর এখন তিনি দেশের প্রধানমন্ত্রী। তাঁর হাত ধরেই সোমবার পথচলা শুরু করল মেট্রো।

সোমবার পতাকা নাড়িয়ে মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ও উপমুখ্যমন্ত্রী নীতীন প্যাটেল। এদিন ট্রেনে সফরও করেন প্রধানমন্ত্রী। ট্রেনে সফরকালে কথা বলেন স্কুলের বাচ্চাদের সঙ্গে।

আমেদাবাদ মেট্রোর প্রথম পর্যায়ে যে পথচলা শুরু হল তা চলবে ভসত্রাল থেকে নিরন্ত রোড মেট্রো স্টেশন পর্যন্ত। ৬ কিলোমিটার পথ অতিক্রম করবে ট্রেন। এটা সবে প্রথম পর্যায়। ক্রমে এই রুট বর্ধিত হতে থাকবে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk