National

সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাওয়া নিয়ে বিরোধীদের খোলাখুলি আক্রমণ প্রধানমন্ত্রীর

Published by
News Desk

পুলওয়ামা হামলার পর দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বিমান হানার প্রমাণ চেয়ে কংগ্রেস সহ বিরোধীরা সেনার মনোবল নষ্ট করে দিচ্ছে। তাদের বক্তব্য শত্রুর মুখে হাসি ফোটাচ্ছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে ভারতের বিরোধী নেতাদের বক্তব্য বারবার করে দেখানো হচ্ছে। রবিবার পাটনায় সংকল্প যাত্রা উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এভাবেই খোলাখুলি আক্রমণ করলেন বিরোধীদের।

কেন কংগ্রেস ও অন্য ২১টি বিরোধী দল মিলে শত্রুপক্ষের মুখে হাসি ফোটে এমন বক্তব্য রেখে তাদের সুবিধা করে দিচ্ছে? কেন বারবার তারা পাকিস্তানে বিমান হামলার প্রমাণ চাইছে? যখন সন্ত্রাসের কারখানার বিরুদ্ধে মুখ খোলা উচিত তখন ২১টি দল দিল্লিতে হাজির হয়ে এনডিএ-র বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। গান্ধী ময়দানে বিশাল জনসমাবেশের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী আক্রমণের সুরেই বলেন, যখন সারা দেশ পাকিস্তানে ঢুকে ভারতের এই বিমান হানার জন্য বায়ুসেনাকে তারিফ করছে, তখন কিছু মানুষ এই হানা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।

নরেন্দ্র মোদীর দাবি, যেখানে কেন্দ্রীয় সরকারের ভাল কাজের প্রশংসা করা উচিত সেখানে বিরোধীরা ‘চৌকিদার’-কে কটূকথা বলতে ব্যস্ত। তাঁর দাবি ‘চৌকিদার’ হুঁশিয়ার আছে। এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের ঐক্যবদ্ধ জোট মহাগঠবন্ধন থেকে সকলকে সাবধান থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, এই জোট সকলের ভাল নয়, নিজেদের ভাল করতেই ব্যস্ত থাকবে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk