National

লোকসভা নির্বাচন জেতার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী, বোঝালেন মন কি বাত-এ

Published by
News Desk

বন্ধুরা স্বাস্থ্যকর গণতন্ত্রের স্বার্থে মাসিক মন কি বাত-এর পরের এপিসোড হবে আগামী মে মাসের শেষ সপ্তাহে। সরাসরি না বললেও এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন লোকসভা নির্বাচন জিতে তিনি দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় আসছেন। কারণ আগামী মে মাসের শেষ সপ্তাহে নতুন সরকার গঠন হয়ে যাবে। সেইসঙ্গে সামনের ২ মাস যে লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলবে তাও বুঝিয়ে দিয়েছেন তিনি। ফলে সকলেই ব্যস্ত থাকবেন গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে। তিনি নিজেও ভোটে দাঁড়াচ্ছেন। ফলে তিনিও ব্যস্ত থাকবেন।

২০১৪ সালে লোকসভা নির্বাচন জিতে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেন প্রতি মাসের শেষ রবিবারে তাঁর রেডিও অনুষ্ঠান মন কি বাত। যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি দেশবাসীকে নানা বিষয় সম্বন্ধে জানিয়ে আসেন। বিভিন্ন ক্ষেত্রে ভারতের জন্য সম্মান অর্জন করা কৃতীদের অভিনন্দন জানান। বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন। যারমধ্যে প্রতিবারই জায়গা পেয়েছে তাঁর স্বচ্ছ ভারত অভিযান।

অন্তর্বর্তী বাজেটের ওপর নিজের মতামত ব্যক্ত করছেন প্রধানমন্ত্রী, ছবি – আইএএনএস

তিনি এদিন সকলকে ধন্যবাদ জানান। জানান এই ক’বছর ধরে তিনি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সকলের সঙ্গে যেভাবে যোগাযোগ তৈরি করেছেন তা তাঁর জন্য দারুণ এক অভিজ্ঞতা। আগামী মে মাস থেকে তিনি ফের সকলের সঙ্গে এই অনুষ্ঠান শুরু করবেন বলেও জানান প্রধানমন্ত্রী।

Share
Published by
News Desk