National

ব্যস্ততার মধ্যে সময় বার করে অভয়ারণ্যে বেড়িয়ে এলেন প্রধানমন্ত্রী

Published by
News Desk

তিনি দেশের প্রধানমন্ত্রী। তার ওপর সামনে লোকসভা নির্বাচন। তাই জনসভার বাড়তি চাপ আছে। তারমধ্যেই সময় বার করে উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক ঘুরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে জলপথে ঘুরে দেখেন প্রকৃতি ও তার চারপাশে ঘুরে বেড়ানো জীবজন্তুদের। পুলিশ জানাচ্ছে প্রধানমন্ত্রী জিম করবেট ন্যাশনাল পার্কে ঘুরতে আসার কোনও পূর্বনির্ধারিত সূচি ছিল না। আচমকাই ঠিক করেন তিনি এই অভয়ারণ্য ঘুরে দেখবেন।

জিম করবেট ন্যাশনাল পার্ক, ছবি – সৌজন্যে – উইকিপিডিয়া

পুলিশ জানাচ্ছে, যে সময় নরেন্দ্র মোদী অভয়ারণ্যে পৌঁছন তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। তারমধ্যেই তিনি কালাগড় এলাকা থেকে একটি মোটরবোটে ওঠেন। তারপর মোটরবোটে ভেসে পড়েন। জলপথেই কুমায়ুন এলাকার ধিকালা রেঞ্জে পৌঁছন। ধিকালা রেঞ্জে পৌঁছে জঙ্গলে ঢোকেন প্রধানমন্ত্রী। বেশ কিছুক্ষণ প্রকৃতির মধ্যে কাটান। এরমধ্যে অনেক জীবজন্তুও দেখেন।

জিম করবেট ন্যাশনাল পার্ক, ছবি – সৌজন্যে – উইকিপিডিয়া

রুদ্রপুরে একটি জনসভায় যোগ দিতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর হাতে কিছুটা সময় ছিল। সেই সময়ে তিনি হিমালয়ের কোলে এই অভয়ারণ্য ঘুরে দেখার সিদ্ধান্ত নেন। অভয়ারণ্য ভ্রমণে অন্য জীবজন্তুর সঙ্গে বাঘ ও হাতি দেখেন প্রধানমন্ত্রী। —সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk