Categories: World

কল্পনার সৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রীকে ভারতীয় কিছু শিল্পকর্মও ফেরত দিয়েছে মার্কিন প্রশাসন। যার মধ্যে রয়েছে ব্রোঞ্জের একটি গণেশ মূর্তি থেকে শুরু টেরাকোটা সহ বহু ভারতীয় দেবদেবীর মূর্তি।

Published by
News Desk

ইন্দো-মার্কিন মহাকাশচারী কল্পনা চাওলার স্মৃতিসৌধে সম্মান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫ দেশের সফরে সুইৎজারল্যান্ড থেকে সোমবার আমেরিকা পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে ওয়াশিংটনের আরলিংটন ন্যাশনাল সিমেট্রিতে কল্পনার সৌধে সম্মান জানান তিনি। পরে দেখা করেন কল্পনা চাওলার স্বামীর সঙ্গে।

কল্পনা চাওলাকে নিয়ে লেখা অনেকগুলি বই প্রধানমন্ত্রীকে উপহার দেন কল্পনার স্বামী জিন হ্যারিসন। বিভিন্ন বিষয়ে  নাসার আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন মোদী।

স্পেস শাটল কলম্বিয়া মেমোরিয়ালে দেখা করেন আর এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সুনিতা উইলিয়ামসের সঙ্গে। তাঁর পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান মোদী। সুনিতা ও তাঁর পরিবারকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়ে আসেন তিনি।

এদিন প্রধানমন্ত্রীকে ভারতীয় কিছু শিল্পকর্মও ফেরত দিয়েছে মার্কিন প্রশাসন। যার মধ্যে রয়েছে ব্রোঞ্জের একটি গণেশ মূর্তি থেকে শুরু টেরাকোটা সহ বহু ভারতীয় দেবদেবীর মূর্তি। যা বিভিন্ন সময়ে ভারত থেকে চুরি গিয়েছিল। মূর্তিগুলির মধ্যে বেশ কয়েকটি ২ হাজার বছরেরও বেশি পুরনো বলে জানা গিয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts