National

এই বাজেট নতুন ভারত তৈরি করবে : প্রধানমন্ত্রী

Published by
News Desk

কেন্দ্রীয় বাজেটের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, এই বাজেট সব ক্ষেত্রের দিকে নজর রেখেছে। এমন বাজেট নতুন ভারত তৈরি করবে। তাঁর দাবি, বাজেটে দরিদ্র থেকে মধ্যবিত্ত, কৃষক থেকে শ্রমিক, ছোট ব্যবসায়ী সকলেই উপকৃত হবেন। বাজেটে যা ঘোষণা হয়েছে তাতে ১২ কোটি কৃষক, অসংগঠিত ক্ষেত্রের ৪০ কোটি শ্রমিক ও কর প্রদানকারী ৩ কোটি মধ্যবিত্ত সরাসরি সুবিধা পাবেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, এই বাজেট পরিকাঠামো উন্নয়নকে তরান্বিত করবে। অর্থনীতিকে নতুন শক্তি যোগাবে। যার মধ্যে দিয়ে নয়া ভারতের লক্ষ্যে পৌঁছনো সম্ভব হবে। এই বাজেট সকলের কল্যাণে সমর্পিত হয়েছে। এই বাজেট সকলের কথা ভেবেছে বলে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের নীতি সকলের জীবনে প্রকৃত পরিবর্তন আনবে।

মধ্যবিত্তদের বিজেপি ভোটার হিসাবে দেখে গেরুয়া শিবির। সেই মধ্যবিত্তদের কর ছাড়ের সুবিধা বৃদ্ধির জন্য অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনেক দিন ধরেই কর ছাড়ের উর্ধ্বসীমা ৫ লক্ষ করার দাবি ছিল। অবশেষে সেই দাবি পূরণ করল সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk