National

খেলো ইন্ডিয়া আঞ্চলিক ক্রীড়া প্রতিভাদের প্ল্যাটফর্ম দিয়েছে, বললেন প্রধানমন্ত্রী

Published by
News Desk

খেলো ইন্ডিয়া প্রোগ্রাম দেশের কোণায় কোণায় ছড়িয়ে থাকা তৃণমূল স্তরের ক্রীড়া প্রতিভাদের নিজেদের ট্যালেন্ট দেখানোর মঞ্চ দিয়েছে। বিশ্বব্যাপী নিজেদের ক্ষমতা নিয়ে ঝলমল করার সুযোগ দিয়েছে। একেবারে আঞ্চলিক স্তরে ক্রীড়াকে যদি জায়গা না দেওয়া হয় তবে ভাল খেলোয়াড় উঠে আসবে না। খেলো ইন্ডিয়া এমন এক উদ্যোগ যা একেবারে তৃণমূল স্তর থেকে খেলোয়াড়দের উঠে আসার জায়গা করে দিচ্ছে। রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ এভাবেই খেলো ইন্ডিয়া প্রোগ্রামের সমর্থনে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

চলতি মাসেই পুনেতে অনুষ্ঠিত হয়েছে খেলো ইন্ডিয়া। ১৮টি খেলা এখানে জায়গা পায়। দেশের কোণা কোণা থেকে প্রায় ৬ হাজার প্রতিযোগী খেলো ইন্ডিয়ায় যোগ দেন। নিজেদের প্রতিভা তুলে ধরেন। প্রধানমন্ত্রী এদিন মনে করিয়ে দেন যে খেলোয়াড় নিজের অঞ্চলে সেরা হিসাবে নিজেকে তুলে ধরতে পারবেন তিনি একসময়ে বিশ্ব মঞ্চেও ঝলমল করবেন।

Share
Published by
News Desk