আন্দামানে একটি জনসভায় বক্তৃতা রাখছেন প্রধানমন্ত্রী, ছবি - আইএএনএস
৭৫ বছর আগে আন্দামানে তিরঙ্গা পতাকা উড়িয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ব্রিটিশ শাসিত ভারতের মাটিতে তিরঙ্গা ওড়ানোর সেই ঐতিহাসিক সময়কে মাথায় রেখে রবিবার আন্দামানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সেলুলার জেল ঘুরে দেখেন তিনি। ফুল দিয়ে নেতাজি মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন। ১৫০ ফুট উঁচুতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। শহীদ বেদীতেও মাল্য অর্পণ করেন। আন্দামানে সুভাষচন্দ্র বসু যে তিরঙ্গা পতাকা উড়িয়েছিলেন সেই ঐতিহাসিক সময়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে রবিবার প্রধানমন্ত্রী একটি স্মারক ডাক টিকিট ও একটি স্মারক কয়েন প্রকাশ করেন।
পরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেলুলার জেলে বহু স্বাধীনতা সংগ্রামী জেলবন্দি থেকেছেন। তাই সেলুলার জেল তাঁর কাছে এক উপাসনা ক্ষেত্র। তিনি সুভাষচন্দ্র বসু ও তাঁর কীর্তিকে সম্মান জানিয়ে সেখানকার ৩টি জনপ্রিয় দ্বীপের নাম বদলের কথা রবিবার ঘোষণা করেন। রোজ দ্বীপের নাম বদলে করা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। হ্যাভলক দ্বীপের নাম বদলে করা হচ্ছে স্বরাজ দ্বীপ। নীল দ্বীপের নাম বদলে করা হচ্ছে শহীদ দ্বীপ। এদিন আন্দামান জুড়ে বেশ কিছু উন্নয়ন মূলক প্রকল্পের কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)