ফাইল : রাজস্থানে ভোটের প্রচারে প্রধানমন্ত্রী, ছবি - আইএএনএস
রাজস্থানে বিধানসভা নির্বাচনের প্রচার শেষ। প্রচারের শেষ দিনে রাজস্থানের দাউসাতে বিজেপির হয়ে প্রচারে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটাই ছিল রাজস্থানে বিধানসভা নির্বাচনের আগে তাঁর শেষ জনসভা। সেখানেই ড্রাম বাজিয়ে প্রচারের সমাপ্তি ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পরে তিনি সেই ড্রাম বা ঢোলক বাজানোর ছবি পোস্ট করেন নিজের ফেসবুকে। লেখেন এই শব্দ হল জয় ও উন্নয়নের শব্দ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটাই প্রথম বাদ্য বাজানো নয়। গত মাসে ছত্তিসগড়ে ভোট প্রচারের সময় সেখানকার লাল ঢোলক বাজাতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। এবার দেখা গেল রাজস্থানে। প্রসঙ্গত প্রধানমন্ত্রী হওয়ার পর জাপান সফরে গিয়েও প্রধানমন্ত্রীকে ড্রাম বাজাতে দেখা গিয়েছিল।