State

রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, করবেন সভা

Published by
News Desk

রাজ্যে ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপির রথযাত্রা কর্মসূচি ভোটের ঢাকে কাঠি দিয়ে দেবে। আগামী ৭ ডিসেম্বর কোচবিহার থেকে প্রথম রথযাত্রা শুরু হবে। গণতন্ত্র বাঁচাও যাত্রা বা রথযাত্রার উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। অন্য ২টি রথযাত্রার একটি আগামী ৯ ডিসেম্বর নামখানা থেকে শুরু হবে। অন্যটি ১৪ ডিসেম্বর তারাপীঠ থেকে। বিজেপির এই রথযাত্রা চলবে ৪০ দিন। এরমধ্যে আগামী ১৬ ডিসেম্বর শিলিগুড়িতে একটি সভা হবে। যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর বাংলায় আসা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিজেপির অন্দরমহলে টানাপোড়েন চলছে। কবে তিনি সময় দিতে পারবেন তা পরিস্কার হচ্ছিল না। রাজ্য বিজেপি নেতৃত্ব চাইছে আরও ২দিন প্রধানমন্ত্রী রাজ্যের ২টি জায়গায় সভা করুন। তবে তার সবুজ সংকেত এখনও প্রধানমন্ত্রীর দফতর দিতে পারেনি। যদিও বিজেপির রাজ্য নেতৃত্ব প্রধানমন্ত্রী অন্য ২টি সভা নিয়েও আশাবাদী।

Share
Published by
News Desk